বাংলা নিউজ > বায়োস্কোপ > The Kerala Story banned in WB: ‘জরুরি নয়’, বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ ব্যান মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ

The Kerala Story banned in WB: ‘জরুরি নয়’, বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ ব্যান মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ

‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা দায়ের হয়েছে। (ছবি সৌজন্যে টুইটার এবং সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার বিরোধিতায় কলকাতা হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। জরুরি শুনানির আবেদন জানানো হয়েছিল। যদিও হাইকোর্ট বলেছে, ‘এটা কোনও জরুরি বিষয় নয়। জরুরি ভিত্তিতে আবেদনের কোনও প্রয়োজন নেই।'

পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার বিরোধিতায় কলকাতা হাইকোর্টে দুটি মামলা দায়ের হয়েছে। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয়েছিল। তবে সেই আর্জি খারিজ করে দিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম (আজ প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন) এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট জানিয়েছে, 'গণতান্ত্রিক কণ্ঠস্বর রোধের চেষ্টা করা হচ্ছে' বলে এক মামলাকারী দাবি করলেও হাইকোর্ট জানিয়েছে, নির্দিষ্ট সময় মামলার শুনানি হবে।

অনিন্দ্যসুন্দর দাস এবং দেবদত্তা মাজি যে দুটি জনস্বার্থ মামলা দায়ের করেন, সেই মামলার প্রেক্ষিতে বুধবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, ‘এটা কোনও জরুরি বিষয় নয়। জরুরি ভিত্তিতে আবেদনের কোনও প্রয়োজন নেই। আপনারা সবাই পিটিশন দাখিল করুন। আমরা নির্দিষ্ট সময় সেই মামলা শুনব। আরও একাধিক জরুরি বিষয় আছে। এটা জরুরি বিষয় নয়।’

যদিও এক মামলাকারী জানান যে পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার মাধ্যমে 'গণতান্ত্রিক কণ্ঠস্বর রোধের চেষ্টা করা হচ্ছে।' সেই সওয়ালের প্রেক্ষিতে হাইকোর্ট বলেছে, 'আমরা এই বিষয়টি একেবারে শুনব না, সেটা বলিনি। আমি শুধু বলছি যে আগামিকালই শুনানির দিন ধার্য করার মতো জরুরি বিষয় নয় এটা। দয়া করে নিজেদের মামলার নথি জমা দিন। আমরা এই মামলা শুনব।'

আরও পড়ুন: ‘আমাদের ইন্ডাস্ট্রিই টার্গেট ’, বাংলায় নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে মমতার উলটো সুর রাজের গলায়!

উল্লেখ্য, গত সোমবার বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’-কে নিষিদ্ধ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নবান্নের তরফে একটি বিবৃতিতে বলা হয়, 'রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরি চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হল। এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে, তা রাজ্যের শান্তি-শৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে বলে পারে আশঙ্কা করে কলকাতা-সহ সব জেলায় এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হল। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত।'

আরও পড়ুন: The Kerala Story: ইসলাম বিরোধী নয় ‘দ্য কেরালা স্টোরি’, বিতর্কে জল ঢালতে দাবি বিপুল শাহর

সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীরা দাবি করেন, স্রেফ একটি বিজ্ঞপ্তি জারি সিনেমার উপর নিষেধাজ্ঞা জারি করা যায় না। উল্লেখ্য, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আগামিকাল (১২ মে) যে মামলার শুনানি হবে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন