মায়ের দুই পাশে দাঁড়িয়ে দুই ছেলে। বর্তমানে এই দুই কিশোর কিন্তু বলিউডের জনপ্রিয় তারকা। দেখুন তো তাঁদের চিনতে পারছেন কি? আভাস দিচ্ছি অল্প। একজনের স্ত্রীও কিন্তু খ্যাতনামা অভিনেত্রী। বলিউডের অন্যতম পাওয়ার কাপল তাঁরা। এবার বুঝতে পারলেন? হ্যাঁ, এই দুই ভাই হলেন ভিকি কৌশল এবং তাঁর ভাই সানি কৌশল।
মায়ের জন্মদিনে ভিকির পোস্ট
ভিকি কৌশল এদিন তাঁর মায়ের জন্মদিনে একটা ছোটবেলার, একটা বর্তমান সময়ের ছবি পোস্ট করেন। ছোটবেলার সেই ছবিতে কিশোর ভিকি কৌশলকে সাদা পাঞ্জাবিতে দেখা যাচ্ছে। মাঝে দাঁড়িয়ে তাঁর মা। আর মায়ের আরেক পাশে ভাই সানি কৌশল। তবে পরনেও সাদা পাঞ্জাবি। অভিনেতার মা সবুজ চুড়িদারের সঙ্গে ছাই রঙা ওড়না পরে দুই ভাইকে জড়িয়ে আছেন। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে ভিকি সাদা সুতোর কাজ করা সাদা পঞ্জাবি পরে বসে। তাঁর গায়ে এলিয়ে রয়েছেন তাঁর মা। পরনে বেইজ শাড়ি। মাকে জড়িয়ে রয়েছেন অভিনেতা।
এই দুই ছবি পোস্ট করে অভিনেতা পাঞ্জাবিতে দুটো লাইন লেখেন। সঙ্গে লেখেন, 'শুভ জন্মদিন মা।'
কে কী লিখেছেন?
আয়ুষ্মান খুরানা বন্ধুর এই পোস্টে মন্তব্য করেছেন। এছাড়াও অভিনেতার একাধিক অনুরাগী তাঁর মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
ভিকির আগামী কাজ
ভিকি কৌশলকে আগামীতে ছাবা ছবিতে দেখা যাবে। সেই ছবিটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা। এই ছবিতে তিনি ছত্রপতি শিবাজী মহারাজের ছেলে সম্ভাজী মহারাজের চরিত্রে দেখা যাবে। এছাড়াও সঞ্জয় লীলা বানসালির ছবি লাভ অ্যান্ড ওয়ার ছবিতেও থাকবেন তিনি। সেখানে তাঁর সঙ্গে স্ক্রিন ভাগ করবেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট।