ছবিতে দুই ভাই বোনকে দেখা যাচ্ছে। একজনের গতকাল জন্মদিন ছিল। আর একজনের আজকে। এঁদের মধ্যে একজন কিন্তু টলিউডের বিখ্যাত অভিনেতা। টেলি দুনিয়া দিয়ে তাঁর উত্থান হলেও বর্তমানে বড়পর্দা কাঁপাচ্ছেন তিনি। চিনতে পারছেন? বোনের সঙ্গে দাঁড়িয়ে থাকা খুদে যেমন অ্যাকশন মুভিতে সাবলীল তেমনই রোম্যান্টিক ছবিতে জমিয়ে ছক্কা হাঁকান। হ্যাঁ, ইনি হলেন বিক্রম চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: একটা নয়, মাথায় চারটে ঝুঁটি বেঁধে দাদা ইউভানের সঙ্গে গল্পে মশগুল ইয়ালিনি! সঙ্গ দিলেন রাজও
বিক্রম চট্টোপাধ্যায়ের জন্মদিন
৩৬ বছরে পা দিলেন এদিন বিক্রম। ১৭ মে তাঁর জন্মদিন। তবে তাঁর জন্মদিন উপলক্ষ্যে কিন্তু এই ছবিটি পোস্ট করা হয়নি। বরং গত ১৬ মে ছিল তাঁর বোনের জন্মদিন। সেদিন তিনি এই ছোটবেলার ছবিটি পোস্ট করে বোনকে শুভেচ্ছা জানিয়েছিলেন।
সেদিন বিক্রম এই ছবিটি পোস্ট করে লেখেন, 'সময়ের সঙ্গে আমরা কেমন বড় হয়ে গেলাম! শুভ জন্মদিন ছোট্টটি।' তবে অভিনেতার জন্মদিনে এদিন তাঁর প্রিয় বন্ধু ঐন্দ্রিলা সেন তাঁদের একটি ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিক্রম চট্টোপাধ্যায়ের কাজ
বিক্রম চট্টোপাধ্যায়কে শেষবার পারিয়া ছবিতে দেখা গিয়েছিল। বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছে এই ছবিটি। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে উঠে এসেছিল পথ কুকুরদের উপর হওয়া অত্যাচারের কথা। কিছুদিন আগে তথাগত মুখোপাধ্যায়ের জন্মদিন গেল সেদিন তিনি পারিয়া ২ এর কথা ঘোষণা করেছেন। জানিয়েছে। আগামী ২০২৫ সালে মুক্তি পাবে সেই ছবি। বিক্রম নিজেও সেই পোস্ট শেয়ার করেছেন।