ছবিতে থাকা খুদেকে চিনতে পারছেন? ইনি কিন্তু বর্তমানে টলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেতা। তাঁর প্রেমিকাও কিন্তু বাংলা বিনোদন জগতের সঙ্গে যুক্ত। দেখুন তো চিনতে পারছেন? তাও পারলেন না? তাঁর সঙ্গে মির্জার নিবিড় যোগ আছে। এবার পারলেন? হ্যাঁ, ছবির এই ছেলেটি হলেন অঙ্কুশ হাজরা। তিনি নিজেই এদিন তবে ছোটবেলার ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
কী লেখেন অঙ্কুশ হাজরা?
অঙ্কুশ হাজরা এদিন তাঁর কিশোরবেলার এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেখানে তাঁকে সাদা টিশার্ট পরে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে পরে রয়েছেন জিন্স। হাতে রয়েছে ব্যাট। এবং চোখে চশমা। ছবি দেখেই বোঝা যাচ্ছে তিনি ঘরের মধ্যে দাঁড়িয়েই ক্রিকেট খেলছেন। এই ছবিটি পোস্ট করে অভিনেতা জানান এই ছবিটি ২০০২ সালে তোলা।
আরও পড়ুন: 'এই শারদীয়ায় এটুকুই চাই...' রাত দুটোয় একা শহর ঘুরে বেড়ালেন মধুমিতা! দেবী দুর্গার কাছে চাইলেন কী?
প্রসঙ্গত অঙ্কুশ হাজরা ২০১০ সালে কেল্লাফতে ছবির হাত ধরে টলিউডে পা রেখেছেন। এরপর তাঁকে কানামাছি, কানামাছি, ওগো বিদেশিনী, জুলফিকার, লাভ ম্যারেজ, বিবাহ অভিযান, আবার বিবাহ অভিযান, ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে। তাঁকে শেষবার মির্জা ছবিতে দেখা গিয়েছে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন তাঁর বিশেষ বান্ধবী ঐন্দ্রিলাও। বক্স অফিসে মোটের উপর ভালোই সাড়া পেয়েছে ছবিটি।
এদিন অঙ্কুশ হাজরা তাঁর ছোটবেলার এই ছবিটি পোস্ট করায় তাতে অনেকেই মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘অঙ্কুশ দা তোমার সিনেমাগুলো সত্যি দেখতে ভালো লাগে তুমি আরও 'বল দুগ্গা মাইকি'র মতো সিনেমা করো।'