বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কোলে বসা একরত্তি কিন্তু বর্তমানে সুপারস্টার। টলিউড থেকে বলিউড সর্বত্র কাঁপাচ্ছেন তিনি। কেউ তো তাঁকে চিনতে পারছেন? আচ্ছা, হিন্ট দিচ্ছি। বর্ষীয়ান অভিনেতার সঙ্গে কিন্তু তাঁর কোলে বসা খুদের বিশেষ যোগ আছে। এবার পারলেন? হ্যাঁ, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কোলে বসা খুদে হলেন তাঁরই আত্মজ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন এই ছোটবেলার ছবি পোস্ট করে বাংলার 'ইন্ডাস্ট্রি' তাঁর বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শুভেচ্ছা
এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর বাবার জন্মদিন উপলক্ষে বেশ কিছু ছবি পোস্ট করেন। সেখানেই একটি ছবিতে দেখা যাচ্ছে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কোলে বসে আছেন খুদে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর তাঁদের সঙ্গে আছেন তাঁদের পোষ্য। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে মাথায় টুপি পরে ঘরের মধ্যেই সাইকেল চালাচ্ছেন প্রসেনজিৎ আর তাঁকে ধরে আছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: গোটা একরাত জেলে কাটিয়েছে স্বামী, জামিনে মুক্তি পেতেই আল্লুকে জাপটে জড়িয়ে ধরলেন স্ত্রী স্নেহা
আর শেষ ছবিতে দেখা যাচ্ছে কোনও অনুষ্ঠানে যুবক প্রসেনজিৎ এবং বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বসে আছেন। দুজনের হাতেই ঠান্ডা পানীয় ধরা। এই ছবিগুলো পোস্ট করে এদিন প্রসেনজিৎ লেখেন, 'শুভ জন্মদিন বাপি। ভালো থেকো, সুস্থ থেকো। তোমার আশীর্বাদই আমাদের সবচেয়ে বড় শক্তি। প্রণাম।'
প্রসঙ্গত ১৪ ডিসেম্বর জন্মদিন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের। এই বছর তিনি ৮৮ বছরে পা দিলেন। বাংলা বিনোদন জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র তিনি। কেবল বাংলা নয়, হিন্দিরও বটে! উপহার দিয়েছেন নাইট ইন লন্ডন, দাদা ঠাকুর, দুই ভাই, ইত্যাদির মতো ছবি।
কে কী বলছেন?
এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাবাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করতেই অনেকেই সেখানে বর্ষীয়ান অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'আমার সব থেকে পছন্দের অভিনেতা। কী দারুণ সুপুরুষ ছিলেন!' আরেকজন লেখেন, 'ভালো থাকবেন, সুস্থ থাকবেন।' অনেকেই আবার 'শুভ জন্মদিন' জানিয়েছেন।