মায়ের পাশে দাঁড়িয়ে আছে এক খুদে। তাঁর পরনে সোয়েটার। ঝাপসা ছবি দেখে চিনতে পারছেন তিনি কে? আচ্ছা একটু আভাস দিই। ইনি বর্তমানে টলিউডের অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় অভিনেতা। সদ্যই তাঁর একটি ছবি মুক্তি পেয়েছে। এবার পারলেন? ছবির এই খুদে ছেলেটি হল অঙ্কুশ হাজরা। মাতৃ দিবস উপলক্ষ্যে মায়ের এই ছবিটি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
অঙ্কুশ হাজরার মাকে নিয়ে পোস্ট
মাদার্স ডে উপলক্ষে অনেক তারকারাই তাঁদের মায়েদের সঙ্গে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। বাদ গেলেন না অঙ্কুশ হাজরাও। তিনি তাঁর মায়ের সঙ্গে একটি পুরোনো অদেখা ছবি পোস্ট করেন। ছবিতে অভিনেতার মাকে হলুদ লাল পাড় শাড়ি পরে হাসিমুখ দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে অভিনেতার পরনে শার্টের উপর সোয়েটার।
এই ছবিটি পোস্ট করে অঙ্কুশ হাজরা লেখেন, 'ছবি ঝাপসা হয়ে গেলেও এই সম্পর্ক কোনদিন ঝাপসা হয়ে যায় না। হ্যাপি মাদার্স ডে মা। অনেক অনেক অনেক আদর।'
কে কী লিখেছেন?
অঙ্কুশের এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'স্যার মায়ের সঙ্গে সম্পর্ক কোনও দিন ঝাপসা হয় না কারণ এ সম্পর্ক স্বয়ং ইশ্বর বানিয়েছেন।' আরেকজন লেখেন, 'খুব সুন্দর ছবিটা।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'স্মৃতি সততই সুন্দর। খুব ভালো লাগল ছবিটা দেখে।'
প্রসঙ্গত অঙ্কুশ হাজরাকে শেষবার মির্জা ছবিতে দেখা গিয়েছে। এই ছবিটি তাঁর প্রযোজনায় তৈরি হওয়া প্রথম ছবি। অভিনেতা ছিলেন অঙ্কুশ নিজে এবং ঐন্দ্রিলা সেন। বক্স অফিসে মোটের উপর ভালোই সাড়া পেয়েছে এই ছবিটি।