সাদা কালো ছবিতে থাকা দুই খুদেই কিন্তু বলিউডের জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী। একজন বড় পর্দায় জনপ্রিয়, আরেকজন ছোট পর্দায়। দেখুন তো চিনতে পারছেন এই তারকা ভাই বোনকে? আচ্ছা একটু আভাস দিই, মেয়েটির কিন্তু বিশ্বজয়ের রেকর্ড আছে। এবার চিনতে পারলেন? এঁরা হলেন সুস্মিতা সেন এবং তাঁর ভাই রাজীব সেন।
আরও পড়ুন: আশা জাগিয়েও গোল্ডেন গ্লোবস পেল না পায়েলের অল উই ইমাজিন অ্যাজ লাইট, কোন বিভাগে কোন ছবি পুরস্কৃত হল?
সুস্মিতা সেনের ছোটবেলার ছবি
রাজীব সেন রবিবার এই ছবিটি পোস্ট করেছেন। ফিরে গিয়েছেন ছোটবেলার স্মৃতিতে। সেই সাদা কালো ছবিতেই দেখা যাচ্ছে একটি ছবিতে তাঁরা অর্থাৎ তিনি এবং তাঁর দিদি সুহামিতা সেন তাঁর মায়ের কোলে আদুরে ভঙ্গিতে গালে গাল ঠেকিয়ে বসে আছেন।
আরও পড়ুন: 'রক্তদান শিবির না ট্রেনের কামরা?' পরোটার দোকান থেকে সোজা মদন মিত্রের পাশে! স্টেজে দাঁড়িয়ে কী বললেন রাজু দা?
আর আরেকটি ছবিতে দেখা যাচ্ছে রাজীব এবং সুস্মিতা তাঁদের বাবার কোলে বসে পোজ দিচ্ছেন। তাঁদের সবার পরনেই শীত পোশাক। ফলে বোঝাই যাচ্ছে এই ছবি দুটো কোনও শীতের সময় তোলা হয়েছে। এদিন রাজীব সেন ছবিটি পোস্ট করে লেখেন, 'চিনতে পারছেন?'
সুস্মিতা সেন এবং রাজীব সেন প্রসঙ্গে
১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব জয় করেন সুস্মিতা সেন। এরপর তিনি বলিউডে পা রাখেন। তাঁর প্রথম ছবি দস্তক। ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। তাঁকে শেষবার আরিয়া ৩ সিরিজে দেখা গিয়েছে। আপাতত তিনি তাঁর দুই মেয়ে, রেনে এবং আলিসাকে নিয়ে আছেন। নতুন করে সম্প্রতি আবার উসকে গিয়েছে তাঁর এবং রোমান শলের প্রেমের জল্পনা।
অন্যদিকে রাজীব সেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা। তাঁকে ইতি, পেশোয়ার ইত্যাদি প্রজেক্টে দেখা গিয়েছে। ২০১৯ সালে তিনি চারু আসোপকে বিয়ে করেন। বর্তমানে তাঁদের একটি সন্তান আছে।