ছবিতে থাকা মেয়েটি বর্তমানে বলিউডের মস্ত অভিনেত্রী। এমনকি একই সঙ্গে তিনি একজন দক্ষ অভিনেত্রীও বটে। তাঁর সঙ্গে আছে বাংলার নিবিড় যোগও। তাঁর মাও বাংলার একজন খ্যাতনামা অভিনেত্রী এবং পরিচালক। দেখুন তো চিনতে পারছেন? হ্যাঁ, ইনি হলেন অপর্ণা সেনের কন্যা কঙ্কনা সেনশর্মা।
আরও পড়ুন: 'কী দুর্ধর্ষ একটা সফর...', মিস ইউনিভার্স খেতাব জয়ের তিন দশক পার, নস্টালজিয়ায় ভাসলেন সুস্মিতা
কঙ্কনার ছোটবেলার ছবি
এদিন কঙ্কনা সেনশর্মা এই ছবির কোলাজ নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি এদিন ইনস্টাগ্রামে স্টোরি এবং একই সঙ্গে এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে এই ছবিগুলো পোস্ট করেন। এই ছবিগুলো সবগুলোই তাঁর মা অপর্ণা সেনের ছবি সতীর সেটে তোলা হয়েছিল। ১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। সেখানে তাঁর সঙ্গে দেখা গিয়েছিল শাবানা আজমিকে।
আরও পড়ুন: সবটাই মিথ্যে, প্রশান্ত ভার্মার ছবি থেকেই মোটে সরে দাঁড়াননি রণবীর! উল্টে শুরু করেছেন শ্যুটিং
আরও পড়ুন: কেকেআরের বোলিংয়ে কুপোকাত হায়দরাবাদ, উচ্ছ্বাসে ফেটে পড়লেন সুহানা গম্ভীর, ছেলেকে জাপটে আদর শাহরুখের
এক ব্যক্তি মূলত এদিন এই ছবির কোলাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে একটি ছবিতে কঙ্কনার সঙ্গে শাবানা আজমিকে দেখা যাচ্ছে। এই ছবিটি পোস্ট করে সেই ব্যক্তি লেখেন, 'হে ঈশ্বর! এটা কঙ্কনার ছবি। চতুর্থ ছবিতে দেখুন একসঙ্গে ভারতীয় ছবির দুই কিংবদন্তি অভিনেত্রীকে দেখা যাচ্ছে।' কঙ্কনা নিজেও এই ছবি দেখে দারুণ উচ্ছ্বসিত হয়ে যান। এবং রিপোস্ট করেন। অভিনেত্রী এই পোস্ট শেয়ার করে লেখেন, 'হাহা! দারুণ লাগল। হ্যাঁ এটা আমার মায়ের সতীর ছবির ক্লিপ লেজেন্ড শাবানা আজমির সঙ্গে।'
এই ছবিতে কঙ্কনাকে একটি লাল ডুরে কাটা শাড়ি পরে থাকতে দেখা যাচ্ছে। নাকে নোলক দুলছে তাঁর। চোখে কাজল। টেনে খোঁপা করা একটা।
আরও পড়ুন: 'আমি ওঁর ফ্যান...' ঘাটালের ভাইরাল কাকুকে জাপটে ছবি দেবের, চিনতে পারছেন তাঁকে?
সতী ছবিটি প্রসঙ্গে
কমল কুমার মজুমদারের একটি গল্প অবলম্বনে এই ছবিটি বানানো হয়েছে। এই ছবিতে উঠে এসেছে উমা নামক একটি মেয়ের কথা। আর সেই মেয়ের চরিত্রে অভিনয় করেছেন শাবানা আজমি।