মেঝেতে সন্তান কোলে নিয়ে বসে আছেন যে মহিলা তিনি কিন্তু বলিউডের একজন খ্যাতনামা অভিনেত্রী। যদিও বর্তমানে তিনি ৬০ এর গণ্ডি পার করে ফেলেছেন। কিন্তু একটা সময় তাঁর প্রেম জীবন নিয়ে দারুণ চর্চা চলেছে, দেখুন তো তাঁকে চিনতে পারছেন ছবি দেখে? হ্যাঁ, ইনি হলেন নীনা গুপ্তা।
আরও পড়ুন: মৃত্যুর পরেও ধনঞ্জয়ের ফাঁসির জন্য বুদ্ধদেবকেই দুষলেন কবীর সুমন! লিখলেন, 'খুব মনে পড়ছে আপনাকে...'
আরও পড়ুন: কেবল ভাত - মাংস বা সিগারেট নয়, এই পদ পাতে পেলেই সবথেকে খুশি হতেন বুদ্ধদেব! কী বলুন তো?
নীনা গুপ্তার পুরোনো ছবি
এদিন হঠাতই নীনা গুপ্তা এবং ভিভিয়ান রিচার্ডসের একটি পুরোনো ছবি ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে মাটিতে বসে আছেন নীনা। তাঁর পরনে লাল ব্লাউজ, লাল পাড় সাদা শাড়ি, হালকা গয়না। কপালে বড় লাল টিপ, চুল খোলা। কোলে সাদা ফ্রক পরে শুয়ে আছে একটি মেয়ে। আর বর্ষীয়ান অভিনেত্রীর ঠিক পাশেই বসে আছেন ভিভিয়ান রিচার্ডস। তাঁর পরনে সাদা সবুজ ডুরে কাটা টিশার্ট এবং সাদা শর্টস।
প্রসঙ্গত ৮০ এর দশকের শেষ দিকে জমে উঠেছিল নীনা গুপ্তা এবং ভিভিয়ান রিচার্ডসের প্রেম। তখনই গর্ভবতী হয়ে পড়েন নীনা। কিন্তু দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেট তারকা তখন বিবাহিত ছিলেন তাই তাঁরা বিয়ে করতে পারেননি। পরবর্তীকালে অভিনেত্রী বিবেক মেহরাকে বিয়ে করেন। ভিভিয়ান রিচার্ডস এবং নীনা গুপ্তার মেয়ে হলেন মাসাবা গুপ্তা। মাসাবা পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। নীনা গুপ্তাকে পঞ্চায়েত, বাধাই হো, লাস্ট স্টোরিজ 2, উঁচাই ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে।