ছবিতে থাকা কিশোর কিন্তু এদিন হাফ সেঞ্চুরি করে ফেললেন। হ্যাঁ, ২০ মে তাঁর জন্মদিন। আর এদিন তিনি ৫০ বছরে পা দিলেন। কিশোর বেলার ছবি দেখে চিনতে পারছেন তাঁকে? ইনি কিন্তু একাধারে অভিনেতা আবার পরিচালকও বটে। জুটি বেঁধে একাধিক হিট উপহার দিয়েছেন। এবার পারলেন চিনতে? হ্যাঁ, ইনি হলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আর আজই তাঁর জন্মদিন।
আরও পড়ুন: সেই এক সাজ, একই ধরনের পোশাক, অভিব্যক্তি... 'আম্মা' সুচিত্রাকে বিশেষ শ্রদ্ধা রাইমার, কী বলছে নেটপাড়া
শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন
১৯৭৪ সালের ২০ মে জন্মগ্রহণ করেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এদিন তিনি ৫০ বছরে পা দিলেন। ১৯৯৭ সালে চার অধ্যায় ছবির মাধ্যমে বড় পর্দায় পা রেখেছেন তিনি। এরপর পরিচালক হিসেবে ২০১১ সালে আত্মপ্রকাশ করেন ইচ্ছে ছবির মাধ্যমে।
শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী কাজ
শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে আগামীতে তাঁরই পরিচালিত ছবি বহুরূপতে দেখা যাবে। সেই ছবির শ্যুটিংয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। তবে এখন সুস্থ আছেন। কিছুদিন আগেই শেষ হয়েছে সেই ছবির শ্যুটিং। বহুরূপী এই বছর পুজোতে মুক্তি পাবে।
আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরীকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। ছবিটির পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। প্রযোজনার দায়িত্বে উইন্ডোজ প্রোডাকশন হাউজ।