ছবিতে থাকা মেয়েটি কিন্তু বর্তমানে টলিউডের দারুণ খ্যাতনামা অভিনেত্রী। ছোট পর্দা হোক বা বড় পর্দা সবেতেই তাঁর প্রবল ভাবে যাতায়াত। তাঁর হাসিতে বারবার মুগ্ধ হয়েছেন দর্শকরা। কী এই রাবীন্দ্রিক সাজের ছবিটি দেখে বর্তমানে সেই অভিনেত্রীকে চিনতে পারছেন? আচ্ছা, একটু হিন্ট দিচ্ছি। এই মেয়েটি কিন্তু এখন টলি পাড়ায় লক্ষ্মী কাকিমা বোলে বিখ্যাত। হ্যাঁ, একেবারেই ঠিক ধরেছেন এই বাচ্চা মেয়েটি আর কেউ নন, অপরাজিতা আঢ্য।
আরও পড়ুন: ভোট মিটতেই ভক্তদের সুখবর দিলেন ধ্রুব রাঠি, আনন্দে মাতলেন ভক্তরা
অপরাজিতা আঢ্যর ছোটবেলার ছবি
কিছুদিন আগে অপরাজিতা আঢ্য তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবির কোলাজ পোস্ট করেছেন যেখানে তাঁকে বিভিন্ন নাচের সাজে দেখা যাচ্ছে। কখনও লাল শাড়ি, লাল ব্লাউজের সঙ্গে ফুলের গয়না, কখনও লাল পাড় সবুজ শাড়ির সঙ্গে ভরতনাট্যমের গয়না পরে রয়েছেন তিনি। এই ছবিগুলোর কোলাজ পোস্ট করে তিনি ফিরে গিয়েছিলেন তাঁর ছোটবেলার দিনগুলোতে, মূলত রবীন্দ্র জয়ন্তীর স্মৃতিতে। সঙ্গে স্মৃতিচারণ করে বেশ কিছু কথাও লেখেন তিনি।
অপরাজিতা এদিন তাঁর পোস্টে লেখেন, 'আমার সেই আদুরে মেয়েবেলা, অদূরে দাঁড়িয়ে আছে। ছোটবেলার রবীন্দ্রজয়ন্তী ঘিরে কত স্মৃতি; নাচের তালিম, গানের মহড়া। পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু একটু করে গড়ে তোলা প্রস্তুতির আনন্দ অবসর। খুব মনে আছে এমনই এক রবীন্দ্রজয়ন্তীর দিন, অনুষ্ঠান চলতে চলতেই লম্বা একটা লোডশেডিং হলো! কিন্তু আমাদের শিশু মনের উদ্যমে সব প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে হারিকেন জ্বালিয়ে অনুষ্ঠান করলাম আমরা। এ যেন সে দিনের কথা। স্মৃতির সোনায় যত্নে রাখা আমার মেয়েবেলা, মনে পরে সেই সব দিন।'
প্রসঙ্গত অপরাজিতা আঢ্য বর্তমানে অভিনয়ের সঙ্গে তাঁর নাচটা এখনও কন্টিনিউ করে চলেছেন। তার ঝলক মাঝে মধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। অভিনেত্রীকে ছোট পর্দায় শেষ দেখা গিয়েছে জল থই থই ভালোবাসা ধারাবাহিকে। সেখানে তিনি কোজাগরীর চরিত্রে অভিনয় করতেন। অন্যদিকে বড় পর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছে মানসী সিনহার প্রথম পরিচালিত ছবি এটা আমাদের গল্পতে। দর্শকদের থেকে প্রভূত সাড়া পেয়েছিল ছবিটি। অপরাজিতার সঙ্গে সেখানে শ্বাশত চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল।