ছবিতে দুই গুরুর মাঝে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কিন্তু একজন প্রথিতযশা ওড়িশি নৃত্যশিল্পী। চিনতে পারছেন ছোটবেলার ছবি দেখে? আচ্ছা তাহলে জানাই ইনি কিন্তু ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের স্ত্রী। এমনকি তাঁদের বাড়িতে সদ্যই বেজেছে বিয়ের সানাই। তাও বুঝলেন না? তাহলে জানাই এঁর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিবিড় যোগ রয়েছে। হ্যাঁ, ছবির কিশোরী মেয়েটি হলেন দাদার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।
ডোনা গঙ্গোপাধ্যায়ের ছোটবেলার ছবি
২১ জুলাই গুরু পূর্ণিমা। আর এই বিশেষ তিথি উপলক্ষ্যে এদিন তিনি একাধিক ছবি পোস্ট করেছেন তাঁর গুরুদের সঙ্গে। সেখানে কখনও তাঁকে তাঁর গুরু কেলুচরণ মহাপাত্রের সঙ্গে নাচ করতে দেখা যাচ্ছে। কখনও নাচের পর গুরুর সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে। কখনও আবার গুরু এবং গুরু মায়ের সঙ্গে ক্লাসের পর ছবি তুলতে দেখা গিয়েছে। বাদ যায়নি নিজের হাতে গুরুকে সাজিয়ে দেওয়ার মুহুর্তও। এই ছবিগুলো পোস্ট করে এদিন তিনি লেখেন, 'আমার গুরুর সঙ্গে আমার স্মৃতি।'

প্রসঙ্গত ডোনা গঙ্গোপাধ্যায় বর্তমানে নিজেই নৃত্যের জগতে খ্যাতনামা শিল্পী। নাচের স্কুল আছে, দেশে বিদেশে শো করেন ছাত্র ছাত্রীদের নিয়ে। তবে তিনি ওড়িশি নৃত্যের পাঠ পড়েছেন জনপ্রিয় ওড়িশি নৃত্যের গুরু গুরু কেলুচরণ মহাপাত্রের কাছে।
রবিবার ডোনা এবং সৌরভের বাড়িতে বাজবে বিয়ের সানাই। নৃত্যশিল্পীর ভাসুর স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এদিন দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তাঁর দীর্ঘদিনের প্রেমিকা অর্পিতার সঙ্গে আইনি বিয়ে সারবেন। তবে তাতে সামিল হতে পারবেন না সৌরভ ডোনা। তবে রিসেপশনের দিন তাঁরা সেই শুভ অনুষ্ঠানে হাজির থাকবেন।