এক রত্তি বয়সেই হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে খুদে! মাত্র ৬ বছর বয়সে কেরিয়ার শুরু করা মেয়েটি কিন্তু বর্তমানে বলিউডের জনপ্রিয় গায়িকা। আজ এই ছোট্ট মেয়েটির জন্মদিনও বটে। দেখুন তো চিনতে পারছেন? আচ্ছা একটু হিন্ট দিই। তাঁর সঙ্গে বাংলার যোগ আছে। কেবল বলিউড নয়, টলিউড থেকে দক্ষিণী ভাষা সহ একাধিক ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি। হ্যাঁ, ঠিক ধরেছেন, ছবির মেয়েটি হলেন শ্রেয়া ঘোষাল।
আরও পড়ুন : আসছে জিৎ - প্রসেনজিতের ‘খাকি’, তার আগেই নস্টালজিক অঙ্কুশ! লিখলেন, 'একটা সময় ডিভিডি কিনে...'
আরও পড়ুন : অনস্ক্রিন প্রেম গড়িয়েছে অফস্ক্রিনেও? সুস্মিতের সঙ্গে নাম জড়াতেই উষসী বললেন, 'যাক অবশেষে এতদিনে...'
শ্রেয়া ঘোষালের অদেখা ছবি
১২ মার্চ শ্রেয়া ঘোষালের জন্মদিন। এদিন তিনি ৪১ বছরে পা দিলেন। আর তাঁর জন্মদিন উপলক্ষে এদিন আচমকাই ভাইরাল হয়েছে তাঁর এই ছোটবেলার ছবিটি। এখনও পর্যন্ত এই গায়িকা ১১০০ এর বেশি গান গেয়েছেন একাধিক ভাষায়।
উনি মাত্র ৬ বছর বয়সে ওঁর গানের কেরিয়ার শুরু করেন। প্রথমবার সেই সময় স্টেজে পারফর্ম করেন। আর আজ তাঁর এতই জনপ্রিয়তা যে দেশ তো বটেই, বিদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন : কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনার দায়িত্ব আর সামলাবেন না বিগ বি! কে অমিতাভের জায়গা নিতে চলেছেন?
সারেগামাপায় অংশ নেন তিনি। তারপর ২০০২ সালে মুক্তি পাব দেবদাস ছবি থেকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে পথচলা শুরু করেন। মাত্র ১৬ বছর বয়স ছিল তাঁর তখন। এরপর আর কখনই গায়িকাকে পিছু ফিরে তাকাতে হয়নি। শাহরুখ, সলমন সহ একাধিক তাবড় তাবড় অভিনেতাদের ছবিতে গান গেয়েছেন তিনি। তাঁর গানের জাদুতে বারংবার মুগ্ধ হয়েছে আসমুদ্র হিমাচল। তাঁকে ইন্ডিয়ান আইডল সহ একাধিক রিয়েলিটি শোতে বিচারক হিসেবেও দেখা গিয়েছে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, শ্রেয়া ঘোষাল তাঁর সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেছিলেন তাঁর মায়ের থেকে।
আরও পড়ুন : ৯০০ কোটির বেশি আয়, ভুরি ভুরি পুরস্কার, সলমনের এই ব্লকবাস্টার হিটের অফার পেয়েও ফেরান আমির! কোন ছবি বলুন তো?
আরও পড়ুন : আর্কাদাগে শাহরুখ ম্যাজিকেই অবস্থার খানিক উন্নতি ইস্টবেঙ্গলের! তবুও বহাল ব্রুজোর দলের বন্দিদশা, কী ঘটেছে?