অনুষ্ঠানের পর সহশিল্পীদের সঙ্গে দাঁড়িয়ে এই ছবিটি তুলেছিলেন তিনি। তখন নেহাতই কিশোর। কিন্তু এখন তাঁর গানের জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। সে ড্যান্স নম্বর হোক বা রোম্যান্টিক সং, কিংবা দুঃখের গান সবেতেই তিনি কামাল দেখিয়েছেন। চিনতে পারছেন গায়ককে? হ্যাঁ, ইনি হলেন অরিজিৎ সিং। তাঁর এই ছোটবেলার অদেখা ছবিটি সম্প্রতি তাঁর এক ফ্যান ক্লাবের তরফে পোস্ট করা হয়েছে।
অরিজিতের ছোটবেলার ছবি
অরিজিৎ সিংয়ের যে ছবিটি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে কোনও অনুষ্ঠানের সময় এই ছবিটি তোলা হয়েছে। অরিজিৎ ছবির মাঝে সাদা পায়জামা পঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন। তাঁর দুই পাশে দুইজন করে মহিলা সাদা লাল পাড় শাড়ি পরে দাঁড়িয়ে।
প্রসঙ্গত ফেম গুরুকুল রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন অরিজিৎ সিং। সেখানে তিনি বিজয়ী হননি। বরং ষষ্ঠ হয়েছিলেন। তবুও তাঁর প্রতিভাকে চিনতে ভুল করেনি বলিউড। ফির মহব্বত গানটি দিয়ে পিঠ চলা শুরু করেন। এবং সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মনে জায়গা করে নেন। এখন দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য ভক্তরা।
তবে এত খ্যাতি প্রতিপত্তি পাওয়ার পরেও অরিজিৎ ভীষণ সহজ সরল জীবন যাপন করেন। আর সেই কারণেই তাঁকে তাঁর ভক্তরা আরও বেশি পছন্দ করেন। তবে কিছুদিন আগে ভরা মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে গাইতে নখ কাটার জন্য তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়। হন চরম ট্রোল্ডও। কেউ কেউ তাঁকে অপেশাদারি, আনহাইজেনিক বলেও দেগে দেন।