ছবিতে যে বাচ্চা মেয়েটিকে মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে সেই মেয়েটি কিন্তু বর্তমানে টলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী। আবার ব্যস্ততম অভিনেত্রীও বলা চলে। চিনতে পারছেন? আচ্ছা একটু আভাস দিই তবে। এই অভিনেত্রীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের এক এমপির নিবিড় যোগাযোগ আছে। শুধুই কি তাই ২৭ জুন তাঁর জন্মদিনও বটে। তিনিই টলিউডের আগামী 'বিনোদিনী'। এবার বুঝলেন ছবির এই মেয়েটি কে? হ্যাঁ, ঠিক ধরেছেন ছবির এই মেয়েটি হলেন রুক্মিণী মৈত্র।
আরও পড়ুন: বিয়ের পরই দুই পরিবারকে নিয়ে ডিনারে জাহির - সোনাক্ষী, 'সোনা'র মা এলেও গরহাজির বাবা শত্রুঘ্ন! কেন?
রুক্মিণী মৈত্রর ছোটবেলার ছবি এবং জন্মদিন
রুক্মিণী মৈত্র ২৭ জুন ৩৩ বছরে পা দিলেন। তিনি এই ছবিটি সহ তাঁর ছোটবেলার আরও বেশ কিছু ছবি একবার রাখির সময় দাদাকে শুভেচ্ছা জানাতে পোস্ট করেছিলেন। লিখেছিলেন 'শুভ রাখি ভাই দা, তুমি সব সময় বলতে মা বাবা তোমায় বেশি ভালোবাসে তাই আমি একদম তোমায় পছন্দ করি না। আর মাকে ধন্যবাদ যে মা বোঝাতো যে তুমি মিথ্যে বলছ। তুমি মিথ্যে বললেও তোমায় সব থেকে বেশি ভালোবাসি।'
আরও পড়ুন: 'খালি মনে করিয়ে দিলাম যে...' বিয়ের পর প্রথম জন্মদিন, পরমের জন্য আদুরে চিঠিতে কী লিখলেন পিয়া?
রুক্মিণী মৈত্রর কাজ প্রসঙ্গে
রুক্মিণী মৈত্রকে শেষবার জিতের সঙ্গে বুমেরাং ছবিতে দেখা গিয়েছে। আগামীতে তাঁকে নটী বিনোদিনী ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে। এছাড়া সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবি তো আছেই! সেখানেও একেবারে নতুন লুকে ধরা দেবেন দেব প্রেয়সী।
আরও পড়ুন: সইসাবুদ সেরে বিয়ে করলেন সোনাক্ষী - জাহির, হাসিমুখে মেয়েকে আগলে রাখলেন শত্রুঘ্ন
প্রসঙ্গত দেব এবং রুক্মিণী বিগত কয়েক বছর ধরে প্রণয়ের সম্পর্কে আছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁরা বিয়ের কথা কিছুই ঘোষণা করেননি। তবে যে কোনও বিশেষ অনুষ্ঠান মূলত একে অন্যের জন্মদিনটি মনে রাখার মতো করে পালন করেন। এবার রুক্মিণীর জন্মদিনে ঘাটালের নবনির্বাচিত তথা তিন বারের এমপি কী আয়োজন করেন এখন সেটাই দেখার।