ছবিতে যে দুই খুদেকে দেখা যাচ্ছে তাঁরা কিন্তু যেমন একদিকে বেস্ট ফ্রেন্ড তেমনই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। দেখুন তো চিনতে পারছেন? আচ্ছা হিন্ট দিচ্ছি। এঁদের একজনের সঙ্গে সম্প্রতি জনপ্রিয় এক ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। দুজনেই স্টার কিডও বটে। এবার আন্দাজ করতে পারলেন। ছবির এই দুই খুদে হলেন অনন্যা পান্ডে এবং শানায়া কাপুর।
আরও পড়ুন: 'ভিতরের রাগ - হিংসেটা...', শোভনকে বিয়ে করেছেন সদ্যই, এখনও কার উপর ক্ষোভ পুষে রেখেছেন সোহিনী? প্রাক্তন?
ছোটবেলার ছবি পোস্ট অনন্যার
অনন্যা পান্ডে এদিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর এবং শানায়া কাপুরের একটি ছবির কোলাজ পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, 'কিছু জিনিস কখনও বদলায় না।' সঙ্গে উপরে তাঁদের ছোটবেলার ছবি আর নিচে বর্তমান সময়ের।
অনন্যা এবং শানায়ার ছোটবেলার ছবিতে দেখা যাচ্ছে তাঁরা দুজনেই লেহেঙ্গা এবং মেহেন্দি পরে আছেন। আর বর্তমান সময়ের ছবিতে দেখা যাচ্ছে শানায়ার পরনে সোনালি রঙের লেহেঙ্গা এবং জরোয়ার গয়না। সঙ্গে হাতে মেহেন্দি। অনন্যা পান্ডে নেভি ব্লু রঙের লেহেঙ্গা এবং মানানসই গয়না পরেছেন। তাঁর হাতেও মেহেন্দি লাগানো। তাঁদের ছোটবেলার ছবিটা করিশ্মা কাপুরের বিয়ের সময় তোলা। আর বর্তমান সময়ের ছবিটা অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের সময় তোলা।
আরও পড়ুন: ছবির যুবকটি কিন্তু বর্তমানে টলিউডের খ্যাতনামা অভিনেতা, আবার গায়কও বটে, চিনতে পারছেন?
প্রসঙ্গত অনন্যা পান্ডে এবং শানায়া কাপুর একদম ছোটবেলার বন্ধুম তাঁরা আবার ছোটবেলার বন্ধুও বটে। শানায়া হলেন সঞ্জয় কাপুর এবং মাহীপ কাপুরের সন্তান। অন্যদিকে অনন্যা হলেন চাঙ্কি পান্ডের মেয়ে। তাঁরা দুজন এবং সুহানা খান ভীষণ ভালো বন্ধু। তাঁদের মাঝে মধ্যেই একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। একবার শানায়া জানিয়েছিলেন তিনি তাঁদের তিন বন্ধুর মধ্যে সব থেকে পরে বিয়ে করবেন। আর সবার আগে অনন্যা।