স্বাধীনতা দিবসের দিন এই ছবিটি ভাইরাল হয়। এখানে দেখা যাচ্ছে একটি পাতায় কেউ হাতে জনগণমন গানটির ইংরেজি অনুবাদ লিখেছেন। কিন্তু কে তিনি? জানেন? আচ্ছা, আভাস দিচ্ছি। আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতার সঙ্গে নিবিড় যোগ আছে তাঁর। তিনি নোবেল পুরস্কারও পেয়েছেন। বুঝলেন? হ্যাঁ, ইনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
৭৮ তম স্বাধীনতা দিবসে নোবেল প্রাইজ ফাউন্ডেশনের তরফে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা জাতীয় সঙ্গীতের এই ছবিটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁদের তরফে এক্সের এই পোস্টে ক্যাপশনে লেখা হয়, 'ভারতের জাতীয় সঙ্গীত হল জনগণমন। এটি একজন বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন। তিনি সাহিত্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ছবিতে দেখা যাচ্ছে জনগণমন গানটির ইংরেজি অনুবাদ যা খোদ রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন।'
আরও পড়ুন: 'জানি আমার আরও খারাপ হাল করবেন', মধ্যরাতে আরজি কর পৌঁছে চাঁচাছোলা ভাষায় মমতাকে আক্রমণ শ্রীলেখার
জনগণমন গানটির ইংরেজি অনুবাদের শিরোনাম হল দ্য মর্নিং সং অব ইন্ডিয়া। রবীন্দ্রনাথ ঠাকুর ১১ ডিসেম্বর ১৯১১ সালে ভারত ভাগ্য বিধাতা নামক রু কবিতাটি লেখেন। পরবর্তীতে এটার প্রথম স্তবক আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়। এই গান তথা কবিতাটিতে মোট ৫টি স্তবক আছে। ১৯৫০ সালে ২৪ জানুয়ারি কনস্টিটিউশন অ্যাসেম্বলি এটাকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত করে। অন্যদিকে ভারতীয় জাতীয় গান হল বন্দে মাতরম। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন ১৮৭০ সালে।
আরও পড়ুন: '১২ বছর পর সেই এক ঘটনা, প্রতিবাদ আর তাও…' আরজি কর কাণ্ডে সরব বলিউড, কী লিখলেন সুহানা - হৃতিক - করিনারা?