৭৬তম কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় তারকাদের সমাহার। ১৬ মে থেকে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব, চলবে আগামী ২৭ মে পর্যন্ত। বুধবার ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়া প্যাভিলিয়নের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন সারা আলি খান, খুশবু সুন্দর, মধুর ভান্ডারকর, বিজয় ভার্মা, এশা গুপ্তা এবং মানুষী চিল্লাররা।
পিটিআই-এর একটি প্রতিবেদন অনুসারে, এই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান ভারতের ‘গল্প বলার কালজয়ী ঐতিহ্য’ তুলে ধরেন। তিনি বলেছেন, ‘আজকাল হলিউড ফিল্মেও ভারতীয়দের নাম রয়েছে, বিশেষত ভিএফএক্স এবং অ্যানিমেশন বিভাগে’। আরও পড়ুন: বাগদানের নতুন ছবি শেয়ার করলেন পরিণীতি, হবু দম্পতি নিলেন বিশেষ একজনের আশীর্বাদ
এ বছর কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা, মানুষী চিল্লার, সারা আলি খান, এশা গুপ্তা, ম্রুণাল ঠাকুর, সানি লিওন, স্বপ্না চৌধুরী, বিজয় ভার্মা, কুমার শানু কন্যা শ্যানেল প্রমুখ। এছাড়াও কানে আরও থাকছেন অস্কার প্রাপ্ত গুণীত মঙ্গা, পরিচালক বিঘ্নেশ শিবান, তামান্না ভাটিয়া, কানের নিয়মিত মুখ ঐশ্বর্য রাই বচ্চন, উর্বশী রাউতেলা প্রমুখ।
কানে ইন্ডিয়া প্যাভিলিয়নের উদ্বোধনে সারা বলেছেন, ‘আমি মনে করি, একটি জাতি হিসাবে আমরা হয়তো যথেষ্ট কাজ করছি না, এবং আমাদের যে সংস্কৃতি রয়েছে তার জন্য আমাদের আরও বেশি গর্বিত এবং সোচ্চার হওয়া উচিত, যাতে আমরা বাকিদের কাছে পৌঁছে দিতে পারি। সিনেমা, শিল্পের ভাষা, অঞ্চল, জাতীয়তা সবকিছুকে ছাড়িয়ে।’
বরাবরই কান ফিল্ম ফেস্টিভ্যাল তারকাদের আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। কানের রেড কার্পেটের দিকে নজর থাকে গোটা বিশ্বের।