বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘বাড়িতে উৎসবের কথা ভাবতেই পারছি না’, মা ICU-তে, এই বছর ইদ পালন করছেন না জারিন

‘বাড়িতে উৎসবের কথা ভাবতেই পারছি না’, মা ICU-তে, এই বছর ইদ পালন করছেন না জারিন

ইদ পালন করছেন না জারিন খান

মা হাসপাতাল থেকে বাড়ি ফিরলে বাড়ির সকলে মিলে একসঙ্গে ইদ উদযাপন করবেন বলে জানিয়েছেন জারিন।

আজ দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। কিন্তু অভিনেত্রী জারিন খানের কাছে দিনটি মোটেই খুশির নয়। কারণ তাঁর মা হাসপাতালে ভর্তি। তাই ইদ উদযাপন করছেন না বলে জানিয়েছেন জারিন। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর মা হাসপাতাল থেকে বাড়ি ফিরলে শীঘ্রই বাড়ির সকলে মিলে একসঙ্গে ইদ উদযাপন করবেন।

বিগ বস প্রতিযোগী উমর রিয়াজের সঙ্গে কিছুদিন আগেই একটি মিউজিক ভিডিয়োতে কাজ করেছেন জারিন। গানটির নাম ‘ইদ হো যায়েগি’। সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই গান।

দৈনিক ভাস্করকে দেওয়া সাক্ষাৎকারে জারিন জানিয়েছেন, ‘আমি ইদ উদযাপন করছি না। আমার মা আইসিইউতে রয়েছেন। উনি আইসিইউতে থাকলে আমি কীভাবে উদযাপন করবো বলো? উনি আশেপাশে না থাকলে আমি বাড়িতে উৎসবের কথা ভাবতেই পারি না। আমি তাঁকে অনেক মিস করছি। আমার পৃথিবী এবং আমার জীবন তাঁকে ঘিরে। আমি তাঁকে ছাড়া কোনওকিছুই ভাবতে পারি না। আমি শুধু তাঁর বাড়ি ফেরার অপেক্ষায় আছি। সে ফিরে এলেই আমার জন্য ইদ হবে। আমি ইদে কাবাব এবং খাসির মাংস বা মুরগির কোরমা খাই। আমার মা মুখরোচক কোরমা তৈরি করেন, কিন্তু আমি এই ইদে খাব না।’

ছোটবেলায় কীভাবে ইদ উদযাপন করতেন সেকথা মনে করে অভিনেত্রী বলেন, ‘ছোটবেলায় ইদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। আমরা সবাই আমার দাদার বাড়িতে যেতাম এবং বাড়ির সব মহিলারা খাবার তৈরি করত। ইদী পেয়ে অন্য বাচ্চাদের সাথে তুলনা করাটা মজার ছিল। সেই সময়ে ১০০ টাকা পাওয়াটা একটা বিশাল ব্যাপার ছিল এবং আমি সবসময় টাকাটা সঞ্চয় করতাম।’

বন্ধ করুন