আইনি জটিলতায় পড়েছেন প্রযোজক একতা কাপুর ও তাঁর মা শোভা কাপুর। এলটি বালাজির ওয়েব সিরিজ 'গন্দি বাত'-এর একটি পর্বে নাবালিকাদের নিয়ে অশালীন দৃশ্য দেখানোর অভিযোগে তাঁদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি ওটিটি প্ল্যাটফর্ম অল্ট বালাজিতে ওয়েব সিরিজ গান্ডি বাতের সিজন ৬-এর সঙ্গে জড়িত। মুম্বই পুলিশ জানিয়েছে, বালাজি টেলিফিল্ম লিমিটেড, একতা কাপুর এবং তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারা, তথ্যপ্রযুক্তি আইন এবং পকসো আইনের ১৩ ও ১৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ম্যাচিং পোশাকে ঝর্ণার সামনে! কলকাতা ছাড়েন পুজোর পরই, এখন কোন দেশে ঘুরছেন দেব-রুক্মিণী?
অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত অল্ট বালাজিতে স্ট্রিম হওয়া এই সিরিজে নাবালিকাদের নিয়ে অশ্লীল দৃশ্য দেখানো হয়েছিল। তবে এই বিতর্কিত এপিসোডটি আপাতত এই অ্যাপে স্ট্রিমিং হচ্ছে না।
এদিকে গত ১৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে একতার ড্রামা ছবি 'লাভ, সেক্স অওর ধোখা ২'। 'এলএসডি ২' ছবিটি পরিচালনা করেছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: আর জি কর নিয়ে অনশনে বিচ্ছিন্না স্ত্রী দেবলীনা! ‘তোর স্বার্থহীন লড়াই আমায়…’, বিশেষ বার্তা দিলেন তথাগত
জিতেন্দ্র কন্যা একতা এবং স্ত্রী শোভা 'অল্ট বালাজি' নামের এই ওটিটি প্ল্যাটফর্মের কর্ণধার। 'গন্ধি বাত' নামক ওই সিরিজ়ে নাবালিকাদের যৌনকর্মে ও মাদক সেবনে লিপ্ত অবস্থায় দেখানো হয়েছে। এমনকী, এই চরিত্রগুলোতে যারা অভিনয় করেছেন, কেউই প্রাপ্তবয়স্ক নয় বলেও অভিযোগ রয়েছে।
২০২১ সালেই মুম্বইয়ের বোরিভিলি থানায় বছর ৩৯ যোগগুরু স্বপ্নীল রেওয়াজী 'অল্ট বালাজী'র বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তিনি আরও অভিযোগ জানিয়েছিলেন যে, অলট বালাজির ‘ক্লাস ২০১৭’ ও ‘ক্লাস ২০২০’ নামের সিরিজেও নাবালিকাদের দিয়ে অশ্লীল দৃশ্যে অভিনয় করানো হয়েছে। এখানেই শেষ নয়, তাঁদেরকে স্কুলের পোশাকে অশালীন কাজে লিপ্ত করা হয়েছে।