রাজ চক্রবর্তী এবার টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে পা রাখতে চলেছেন। আর তাঁর প্রথম হিন্দি প্রজেক্ট হল বাংলার জনপ্রিয় হিট ছবি পরিণীতার হিন্দি ভার্সন। তবে এবার এটি ছবি হিসেবে আসছে না। বরং সিরিজ আকারে মুক্তি পাবে। এই কথা আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল এই সিরিজে কোন চরিত্রে কাকে দেখা যাবে।
পরিণীতার কোন চরিত্রে কাকে দেখা যাবে?
জানা গিয়েছে ঋত্বিক চক্রবর্তীর জায়গায় থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরম এর আগেও একাধিক বলিউড প্রজেক্টে কাজ করেছেন। এবার তিনি বাবাই দা হয়ে ধরা দিতে চলেছেন। কিন্তু মেহুল হয়ে আসছেন কে? রাজ ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ই? না। বাবাই দার সঙ্গে পাল্টে গিয়েছে মেহুলও। এবার আর শুভশ্রীকে নেননি রাজ। বরং এই জনপ্রিয় চরিত্রে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অদিতি পোহানকরকে। তিনি এর আগে আশ্রম সিরিজে কাজ করেছেন। এছাড়াও একাধিক সিরিজে দেখা গিয়েছে তাঁকে।
ইতিমধ্যেই এই সিরিজের কিছুটা শ্যুটিং কলকাতায় হয়ে গিয়েছে। গঙ্গার পাড়ে সেই শ্যুটিং করা হয়েছে। বাকিটা পুজোর সময় শ্যুটিং হবে। এই সিরিজের খলনায়কের চরিত্রে অর্থাৎ বাংলায় গৌরবকে যে চরিত্রে দেখা গিয়েছিল সেখানে দেখা যাবে সুমিত ব্যাসকে।
তবে বাংলায় পরিণীতা ছবিটি দর্শকদের যেভাবে মনে ধরেছিল বা বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছিল সেটা সিরিজের ক্ষেত্রে কতটা সফল হয় সেটাই দেখার।
আরও পড়ুন: 'সন্তান - মা - স্ত্রীর সঙ্গে সম্পর্ক নেই...' কাঁদতে কাঁদতে রণবীরকে কেন এমনটা বলেছিলেন আমির?
রাজ চক্রবর্তীর অন্যান্য কাজ
রাজ চক্রবর্তী পরিচালিত ছবি বাবলি আসছে শীঘ্রই। আগামী ১৫ অগস্ট মুক্তি পাবে ছবিটি। মুখ্য ভূমিকায় থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়। এছাড়াও সৌরসেনী মৈত্রকে দেখা যাবে বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে তৈরি হওয়া এই ছবিতে। তবে ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ছবিটি কবে মুক্তি পাবে এখনও জানা যায়নি। সেখানে ছেলে এবং বাবার সম্পর্কে টানাপোড়েন উঠে আসবে।