নো এন্ট্রি, আপনা স্বপ্না মানি মানি সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য সিনেমায় অভিনয় করেছেন সেলিনা জেটলি। তিনি বলিউডের পরিচিত একটি মুখ। তবে বিগত ১৪ বছর কোনও কারণ ছাড়াই বলিউড থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এবার ফের কাজের সূত্রে মুম্বই ফিরে এলেন অভিনেত্রী।
শুক্রবার Instagram-এ নিজের একটি ছবি পোস্ট করেন সেলিনা। ছবিতে অভিনেত্রীকে একটি স্টাইলিশ কালো টপ এবং নীল টর্ন জিন্স পরে দাঁড়িয়ে থাকে দেখা গেছে। ছবিটি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, স্বপ্নের বিদেশ ভ্রমণ করলাম। তবে একটা অদ্ভুত অভিজ্ঞতা হল আমার।
আরও পড়ুন: নায়িকা থেকে রাজার মা! চিরসখা নাকি ‘শ্রীময়ী ২’, এজ শেমিং নিয়ে কটাক্ষের জবাব ‘কমলিনী’ অপরাজিতার
অভিনেত্রী লেখেন, সিঙ্গাপুর, দুবাই এবং ইউরোপে এত বছর কাটানোর পরেও আমার ইংরেজি একটুও পাল্টায়নি। অনেককে দেখি কিছুদিন বিদেশে থাকার পরেই অন্যরকম ইংরেজিতে কথা বলেন, কিন্তু আমার ইংরেজি বিন্দুমাত্র পাল্টায়নি।
অভিনেত্রী আরও লেখেন, কিছু মানুষ কয়েকদিনের জন্য ঘুরতে গিয়েও এমন ধান করে যেন তারা অক্সফোর্ড বা নিউ ইয়র্কে কয়েক বছর কাটিয়ে এসেছে। সত্যি খুব অবাক লাগে। আমার তো উল্টে ইংরেজি আরও খারাপ হয়ে গেছে। অস্ট্রিয়াতে বেশ কিছু মাস থাকার কারণে আমাকে জার্মানি ভাষায় কথা বলতে হয়, ফলে ইংরাজি আরও খারাপ হয়ে যায় আমার।
মজার ছলে অভিনেত্রী বলেন, আমাকে আমার ইংরেজি গ্রামার আবার ঠিক করতে হবে। এতদিন বাইরে থেকে সবকিছু ভুলে গেছি। আবার নতুন করে শিখতে হবে।
প্রসঙ্গত, সেলিনা জেটলি সর্বশেষ অভিনয় করেছিলেন রাম কমল মুখার্জি শর্ট ফিল্ম সিজনস গ্রিটিংস-এ। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। তবে বড়পর্দায় নয়, সিনেমাটি মুক্তি পেয়েছিল Zee 5-এ। তবে ১৪ বছর পর কোন প্রজেক্ট-এর জন্য তিনি ভারতে ফিরে এলেন তা এখনও জানা যায়নি।