বাংলা নিউজ > বায়োস্কোপ > বিরল নজির, ভেনিস চলচ্চিত্র উত্সবে FIPRESCI পুরস্কার পেল মরাঠি ছবি 'দ্য ডিসাইপেল'

বিরল নজির, ভেনিস চলচ্চিত্র উত্সবে FIPRESCI পুরস্কার পেল মরাঠি ছবি 'দ্য ডিসাইপেল'

'দ্য ডিসাইপেল'-এর পোস্টার (বাঁ দিকে), পরিচালক চৈতন্য তামানে (ডান দিকে)

চৈতন্য তামানের 'দ্য ডিসাইপেল' সেরা চিত্রনাট্যের পুরস্কার ছিনিয়ে নিল ৭৭তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে।
  • ৩০ বছর পর কোনও ভারতীয় ছবি FIPRESCI পুরস্কারে সম্মানিত হল।
  • ২০১৫ সালে জাতীয় পুরস্কার জিতেছিল পরিচালক চৈতন্য তামানের ডেব্যিউ ছবি কোর্ট (মরাঠি)। মাত্র ২৭ বছর বয়সে ভারতের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা নিয়ে এই সংবেদনশীল ছবি তৈরি করেছিলেন পরিচালক। আর ছয় বছর দ্বিতীয় ছবি নিয়ে প্রস্তুত এই চৈতন্য। শুরুতেই ছক্কা 'দ্য ডিসাইপেল'। ২০২০-র ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ঐতিহ্যশালী FIPRESCI (ফিপরেসি) পুরস্কার জিতে নিল এই ছবি। 

    ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। গুরু-শিষ্য পরম্পরার আবর্তে গড়ে উঠেছে এই ছবির চিত্রনাট্য। দ্য ইন্টারন্যাশান্যাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকসের তরফে এই পুরস্কার দেওয়া হয়। চলচ্চিত্র সংস্কৃতির ধারক ও বাহক হিসাবে ছবির মাধ্যমে অসামান্য শৈল্প নৈপুন্যের প্রদর্শন করলে ভেনিস, টরেন্টো, কান, ভিয়েনার মতো বিশ্বের নামী চলচ্চিত্র উত্সবে কোনও ছবিকে ফিপরেসি পুরস্কার দিয়ে থাকে দ্য ইন্টারন্যাশান্যাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস। এই কৃতিত্বের জন্য টিম 'দ্য ডিসাইপেল'-কে বাহবা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। 

    ১৯৩০ সালে বেলজিয়ামের ব্রাসেলসে প্রতিষ্ঠিত হয়েছিল গোটা বিশ্বের চলচ্চিত্র সমালোচকদের এই প্রতিষ্ঠান। এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এই তরুণ ভারতীয় পরিচালক। তিনি আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, ‘আমি FIPRESCI এবং জুরিকে ধন্যবাদ জানাতে চাই মন থেকে, তাঁরা যেভাবে আমাদের পরিশ্রমকে সমর্থন করেছেন তা অভাবনীয়। এটা আমাদের জন্য একটা স্পেশ্যাল অ্যাওয়ার্ড। কারণ এটা গোটা বিশ্বের ফিল্ম সমালোচকদের সার্বিক মত অনুযায়ী দেওয়া হয়’।

    তামানে যোগ করেন, ‘আমরা সবাই খুব খুশি, এবং এক্সাইটেড-এই সবে দ্য ডিসাইপেলের সফর শুরু হল’। এই ছবিতে লিড রোলে অভিনয় করেছেন আদিত্য মোদক, অরুণ দ্রাবিড় এবং সুমিত্রা ভাবে।

    এই বছর করোনা আবহে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের জৌলুস একটু ফিকে হলেও প্রতিবারের মতো ছবির মান ছিল ভীষণ দামী। ২-১২ সেপ্টেম্বর অনুষ্ঠাত হল এই চলচ্চিত্র উত্সব। ৪ তারিখ ভেনিসে প্রদর্শিত হয়েছিল 'দ্য ডিসাইপেল'।

    আদুর গোপালকৃষ্ণন ‘মাথিলুকাল’ শেষ ভারতীয় ছবি হিসাবে FIPRESCI পুরস্কার পেয়েছিল ১৯৯০ সালে। ৩০ বছরের খরা কাটাল চৈতন্য তামানের ‘দ্য ডিসাইপেল’। এটি প্রথম ভারতীয় ছবি যা কুড়ি বছর পর কোনও মুখ্য ইউরোপীয় চলচ্চিত্র উত্সবের (কানস, ভেনিস, বার্লিন) প্রতিযোগিতামূলক বিভাগে জায়গা করে নিয়েছিল। ২০০১ সালে মীরা নায়ারের মনসুন ওয়েডিং এই সাফল্য অর্জন করেছিল।

    অন্যদিকে এই বছর একমাত্র ভারতীয চলচ্চিত্র হিসাবে কানাডার টরেন্টো ইন্টারন্যাশ্যান্যাল ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে এই ছবি। এই ছবি প্রযোজনা করেছেন বিবেক গোম্বের। নিজের পুরস্কার প্রযোজককেই উত্সর্গ করেছেন তরুণ পরিচালক। 

    বায়োস্কোপ খবর

    Latest News

    পরমব্রতকে বিয়ের ৫ মাস! ঝলক বেডরুমের, বিছানায় শুয়ে পিয়া, আদর খেলেন মন ভরে বেবি বাম্প আগলে রাজা-ঘরণী, দ্বিতীয়বার মা হচ্ছেন? HT Bangla-কে জানালেন মধুবনী আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা ওকে ভুলে যাবে না, KKR তারকার হয়ে সওয়াল সঞ্জয়ের ভোটের প্রচারে 'দিদি'র গুণগান ঝাড়গ্রামের প্রার্থীর, মমতাকে নিয়ে বাঁধলেন গান! মাটির নীচে ঢুকবে মাঝেরহাট মেট্রো, টানেল খননের কাজ শুরু খিদিরপুরে! যাবে ধর্মতলায় মণিপুরে ৪৭টি বুথে ফের ভোট চাইছে কংগ্রেস, অভিযোগটা কী? অযোগ্য মুক্তির আগেই প্রসেনজিতের উপর ক্ষুব্ধ ঋতুপর্ণা! কেন বললেন, ‘আমাদের দেখা…’ পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার ভারতের T20 বিশ্বকাপ দলে কার্যত জায়গা পাকা এই ৭ জনের গরমে শরীর আর্দ্র থাকবে, কমবে পেটের মেদ! ওজন কমাতে এভাবে বানান বার্লির জল

    Latest IPL News

    আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা ওকে ভুলে যাবে না, KKR তারকার হয়ে সওয়াল সঞ্জয়ের পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার ২৪.৫ কোটির স্টার্ককে ধর্তব্যে আনলেন না,বেয়ারস্টোর ফেভারিট তালিকায় ২ MI ক্রিকেটার কবে ঘোষিত হবে ভারতের T20 বিশ্বকাপের দল, কাদের জায়গা পাকা, মিলল বিরাট ইঙ্গিত মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.