রকি অউর রানি কী প্রেম কাহানির কথা নিশ্চয় ভোলেননি। সেই ছবিতে কথক নেচে রীতিমত তাক লাগিয়েছিলেন টোটা রায়চৌধুরী। তাঁর এবং রণবীর সিংয়ের সেই যুগলবন্দি আজও মনে আছে সবার। এবার আবার ড্যান্স ফ্লোরে দেখা গেল অভিনেতাকে। তবে আর ক্লাসিক্যাল নয়। বরং আইটেম সংয়ে নাচলেন।
কী ঘটেছে?
কলকাতার একটি পাবে ঊষা উত্থুপের গানে সম্প্রতি নাচতে দেখা টোটা রায়চৌধুরী এবং শান্তনু মাহেশ্বরীকে। দুজনেই একে অন্যকে কাঁটায় কাঁটায় টক্কর দিলেন। কিন্তু ভাবছেন কী হয়েছে? যা ঘটেছে সবটাই পর্দার জন্য। আগামীতে এই দুই অভিনেতাকে একসঙ্গে প্রতীম ডি গুপ্তর ছবি চালচিত্র-তে দেখা যাবে। তাও পুলিশের চরিত্রে। সেই ছবিতেই থাকবে এই আইটেম সং। 'চারিদিকে যা হচ্ছে, যা চলছে জানি যা মানে...' দুই অভিনেতাকে নাচ করতে দেখা যাবে বলেই জানানো হয়েছে আনন্দবাজারের একটি রিপোর্টে।
উক্ত আইটেম ড্যান্সের কোরিওগ্রাফি করেছেন পালকি মালহোত্রা। এই নাচের সম্পর্কে টোটা জানিয়েছেন মাত্র ৩ ঘণ্টাতেই তাঁরা নাচটি রপ্ত করেছেন। যদিও শান্তনুর মতো ট্রেন্ড ড্যান্সারের সঙ্গে নাচার অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানান, 'ওর জন্যই এসির মধ্যে বসে ঘামছি।' অন্যদিকে শান্তনু জানিয়েছেন তাঁর বাংলায় কাজ করে ভালো লাগছে, যদিও ভাষাটা এখনও তেমন সড়গড় হয়নি তাঁর। বাংলায় আরও কাজ পেলে সেই সমস্যার সমাধান হবে বলেই তাঁর বিশ্বাস।
চালচিত্র ছবিটি প্রসঙ্গে
প্রসঙ্গত আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। মুখ্য ভূমিকায় টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী ছাড়াও থাকবেন অনির্বাণ চক্রবর্তী, ইন্দ্রজিৎ বসু, অপূর্ব, রাইমা সেন, প্রমুখ।