শহরের বুকে একের পর এক নারীর সঙ্গে ঘটে চলেছে অত্যাচার। নিষ্ঠুর ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। টাঙিয়ে দেওয়া হচ্ছে দেওয়ালে। নেপথ্যে বেজে চলেছে চণ্ডীপাঠ। দ্রুত গতিতে ঘটে চলেছে একের পর এক ঘটনা। পুলিশরা থই খুঁজে পাচ্ছেন। তাঁরাও দৌড়াচ্ছে শহরের এ প্রান্ত থেকে ওপ্রান্ত। ঘটনা বোঝার চেষ্টা করছেন। কিন্তু তারপর...? খুনি ধরা পড়বে তো? ভাবছেন কী? এটাই প্রতিম ডি গুপ্তর আগামী ছবি চালচিত্রর ঝলক। ওই যাকে বলে একেবারে ঝাঁঝে ভরা!
আরও পড়ুন: মসজিদের মাইকে মহিষাসুরমর্দিনী বাজানোর দাবি বিজেপির তরুণজ্যোতির! লিখলেন, 'দুর্গাপুজোর মণ্ডপে যদি...'
চালচিত্র ছবিটির টিজার
দ্রুত গতিতে পাঠ করা চণ্ডীপাঠের সঙ্গে তাল রেখেই টিজারের গতিও দ্রুত রাখা হয়েছে। নিমেষে যেন ঘটে যাচ্ছে সব। আর বলাই বাহুল্য পরতে পরতে রয়েছে রহস্য, থ্রিল। পুলিশের ভূমিকায় দেখা মিলল টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুর। অন্যদিকে দুরকম লুকে দেখা গেল ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অপূর্বকে। রাইমা সেন ধরা দিলেন হুইলচেয়ারে। দেখা মিলল স্বস্তিকা দত্তেরও।
এবারের বড় দিনের ছুটিতে ন্যায় বিচার নৃশংস ভাবে পরিবেশিত হবে যে সেটা ছবির ঝলক স্পষ্ট করে দিল। চালচিত্র ছবিটির পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত। প্রযোজনার দায়িত্ব ফ্রেন্ডস কমিউনিকেশন। নিবেদন করেছেন ফিরদৌসুল হাসান এবং প্রবাল হালদার।
চালচিত্র ছবিটি প্রসঙ্গে
প্রতিম ডি গুপ্তর আসন্ন ছবিতে উঠে আসবে কলকাতার বুকে একের পর এক খুনের তদন্তে নামবেন পুলিশবাহিনী। আর সেই পুলিশবাহিনীতে চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে। নারীদের নিরাপত্তার কথা উঠে আসবে এখানে। পুজোর আগে শহরে একের পর এক মেয়ের খুনের তদন্তকে ঘিরে এগোবে গল্প। এই ছবিতে একটি রহস্যময় চরিত্রে ধরা দেবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। এই ছবির মাধ্যমে তিনি টলিউডে পা রাখবেন। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন রাইমা সেন, স্বস্তিকা দত্ত, ব্রাত্য বসুকে। রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা।
আরও পড়ুন: ভাইরাল গোবিন্দার পা থেকে বুলেট টেনে বের করার ছবি! এখন কেমন আছেন?
কে কী বলছেন টিজার দেখে?
দর্শকরা অভিভূত এই টিজার দেখে। সকলেই দারুণ প্রশংসা করে জানিয়েছেন তাঁরা এই ছবির জন্য অপেক্ষা করে থাকবেন। এক ব্যক্তি লেখেন, 'আশা করি অপূর্বকে ট্রেলারে আরও বেশি দেখতে পাব।' আরেকজন লেখেন, 'অপূর্বর একটা রহস্যময় হাসি, অন্যরকম ফিল এনে দিয়েছে টিজারে।' তৃতীয় জন লেখেন, 'টিজারটা পুরো কাঁপাকাঁপি হয়েছে দাদা। দুর্ধর্ষ।'