বাংলা নিউজ > বায়োস্কোপ > Chalchitra Teaser: নেপথ্যে চণ্ডীপাঠ, এদিকে শহরের বুকে পরপর ঘটছে মহিলাদের খুন! টোটা-শান্তনুরা কী পারবেন খুনিকে ধরতে?

Chalchitra Teaser: নেপথ্যে চণ্ডীপাঠ, এদিকে শহরের বুকে পরপর ঘটছে মহিলাদের খুন! টোটা-শান্তনুরা কী পারবেন খুনিকে ধরতে?

মুক্তি পেল চালচিত্র ছবিটির টিজার।

Chalchitra Teaser: মুক্তি পেল চালচিত্র ছবিটির টিজার। মহালয়ার দিনই দুর্দান্ত রহস্য এবং থ্রিলে ভরপুর এই ছবিটার ঝলক প্রকাশ্যে এল। দেখা গেল শহরের বুকে একটার পর একটা খুন ঘটে চলেছে। তাও মেয়েদের। শহরের পুলিশরা কি পারবে অপরাধীকে ধরতে?

শহরের বুকে একের পর এক নারীর সঙ্গে ঘটে চলেছে অত্যাচার। নিষ্ঠুর ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। টাঙিয়ে দেওয়া হচ্ছে দেওয়ালে। নেপথ্যে বেজে চলেছে চণ্ডীপাঠ। দ্রুত গতিতে ঘটে চলেছে একের পর এক ঘটনা। পুলিশরা থই খুঁজে পাচ্ছেন। তাঁরাও দৌড়াচ্ছে শহরের এ প্রান্ত থেকে ওপ্রান্ত। ঘটনা বোঝার চেষ্টা করছেন। কিন্তু তারপর...? খুনি ধরা পড়বে তো? ভাবছেন কী? এটাই প্রতিম ডি গুপ্তর আগামী ছবি চালচিত্রর ঝলক। ওই যাকে বলে একেবারে ঝাঁঝে ভরা!

আরও পড়ুন: মসজিদের মাইকে মহিষাসুরমর্দিনী বাজানোর দাবি বিজেপির তরুণজ্যোতির! লিখলেন, 'দুর্গাপুজোর মণ্ডপে যদি...'

আরও পড়ুন: 'জয়া জি-কে কোন হিরোর সঙ্গে দেখলে হিংসে হতো?' KBC -তে এসেই অমিতাভকে গুগলি আমিরের! জবাবে কী বললেন বিগ বি?

চালচিত্র ছবিটির টিজার

দ্রুত গতিতে পাঠ করা চণ্ডীপাঠের সঙ্গে তাল রেখেই টিজারের গতিও দ্রুত রাখা হয়েছে। নিমেষে যেন ঘটে যাচ্ছে সব। আর বলাই বাহুল্য পরতে পরতে রয়েছে রহস্য, থ্রিল। পুলিশের ভূমিকায় দেখা মিলল টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুর। অন্যদিকে দুরকম লুকে দেখা গেল ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অপূর্বকে। রাইমা সেন ধরা দিলেন হুইলচেয়ারে। দেখা মিলল স্বস্তিকা দত্তেরও।

এবারের বড় দিনের ছুটিতে ন্যায় বিচার নৃশংস ভাবে পরিবেশিত হবে যে সেটা ছবির ঝলক স্পষ্ট করে দিল। চালচিত্র ছবিটির পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত। প্রযোজনার দায়িত্ব ফ্রেন্ডস কমিউনিকেশন। নিবেদন করেছেন ফিরদৌসুল হাসান এবং প্রবাল হালদার।

চালচিত্র ছবিটি প্রসঙ্গে

প্রতিম ডি গুপ্তর আসন্ন ছবিতে উঠে আসবে কলকাতার বুকে একের পর এক খুনের তদন্তে নামবেন পুলিশবাহিনী। আর সেই পুলিশবাহিনীতে চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে। নারীদের নিরাপত্তার কথা উঠে আসবে এখানে। পুজোর আগে শহরে একের পর এক মেয়ের খুনের তদন্তকে ঘিরে এগোবে গল্প। এই ছবিতে একটি রহস্যময় চরিত্রে ধরা দেবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। এই ছবির মাধ্যমে তিনি টলিউডে পা রাখবেন। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন রাইমা সেন, স্বস্তিকা দত্ত, ব্রাত্য বসুকে। রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা।

আরও পড়ুন: ভাইরাল গোবিন্দার পা থেকে বুলেট টেনে বের করার ছবি! এখন কেমন আছেন?

কে কী বলছেন টিজার দেখে?

দর্শকরা অভিভূত এই টিজার দেখে। সকলেই দারুণ প্রশংসা করে জানিয়েছেন তাঁরা এই ছবির জন্য অপেক্ষা করে থাকবেন। এক ব্যক্তি লেখেন, 'আশা করি অপূর্বকে ট্রেলারে আরও বেশি দেখতে পাব।' আরেকজন লেখেন, 'অপূর্বর একটা রহস্যময় হাসি, অন্যরকম ফিল এনে দিয়েছে টিজারে।' তৃতীয় জন লেখেন, 'টিজারটা পুরো কাঁপাকাঁপি হয়েছে দাদা। দুর্ধর্ষ।'

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বাউচারে আস্থা হারাল মুম্বই ইন্ডিয়ান্স, IPL 2025-এর আগে চেনা কোচকে দায়িত্ব দিল MI ‘সইফ তো আমার বন্ধু!...’ বোনের প্রেমের কথা শুনে কী প্রতিক্রিয়া ছিল দিদি করিশ্মার? বিশ্বের সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ২২, বাংলাদেশের একটিও নেই পাকিস্তানে ফের শিয়া-সুন্নি সংঘাত, প্রাণ গেল দু'পক্ষের ১৬ জনের বাংলাদেশে খেলেই ‘সর্বকালের সেরা’ শাকিবকে অবসর নিতে পারবেন! সবুজ সংকেত সরকারের ১০দফা দাবিতে ডাক্তারদের অনশন, সেগুলো কী কী? ফেসবুকের পাতায় তুলে ধরলেন সুদীপ্তা ১০ ওভার বাকি থাকতে ১০ উইকেটে জয়, স্কটল্যান্ডকে ধ্বংস করে এক নম্বরে ইংল্যান্ড সোমেই নিম্নচাপ তৈরি হবে, বাড়বে শক্তি, লক্ষ্মীপুজোয় ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা? ‘‌সরকার আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিলে ভুল করবে’‌, সুর চড়ালেন কিঞ্জল–দেবাশিস প্রতিষেধকের আকাল, করাচিতে ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.