চঞ্চল 'হাওয়া' এবার কানাডায়। তাও আবার আফ্রিকার যুবকের হাত ধরে। ভাবছেন এটা আবার কেমন কথা! তাহলে একটু খোলসা করেই বলা যাক। আসলে কথা হচ্ছিল এপার এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে। তাঁরই ছবি ‘হাওয়া’। আর এই ছবির সুবাদে দুই বাংলাতেই তিনি জনপ্রিয়তা পেয়েছে। 'হাওয়া'র গান 'সাদা সাদা কালা কালা' এবার গাইলেন আফ্রিকার এক যুবক, যিন কিনা বর্তমানে কানাডায় থাকেন। তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন চঞ্চল চৌধুরী নিজেই।
আফ্রিকান ওই যুবকের নাম জৌটেন আটিকব্লুজ। যিনি শুধু সাদা সাদা কালা কালা' নয় একাধিক বাংলা গান গেয়েছেন। তাঁর সঙ্গে আলাপ করিয়ে দিয়ে চঞ্চল তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘ওর নাম Zoutenn Atikblues। জন্ম ও বেড়ে ওঠা আফ্রিকায়, বর্তমানে কানাডায় থাকে। হঠাৎ আজ ফেসবুকে ওর গান শুনলাম। তাও আবার বাংলা গান…. হাওয়া সিনেমার সাদা সাদা কালা কালা, মেঘদলের এ হাওয়া, রবীন্দ্রনাথের আমারও পরান যাহা চায়……সহ অনেক গান।’
আকরও পড়ুন-নিজের শরীরকে ভালোবাসি, এটা নিয়ে লজ্জার কী আছে! সাহসী দৃশ্য প্রসঙ্গে বললেন রাধিকা
চঞ্চল চৌধুরী জৌটেনের গান শুনে তাঁর সঙ্গে আলাপ করতে মেসেজও করেন এবং উত্তর পান। সেকথা জানিয়ে অভিনেতা লেখেন, ইনবক্সে কথা বললাম, পরিচয় হলো, ধন্যবাদ ও ভালোবাসা জানালাম। উত্তরে সে আমাকে লিখলো…..Thank you so much sir. This means a lot to me. I am a big fan of your work. I actually got inspired by a video of you and your son singing Sada Sada Kala Kala song on Facebook. After watching your video couple of time I decided to sing this song.'। অর্থাৎ জৌটেন চঞ্চলকে যা লিখেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এটি আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমি আপনার কাজের একটি বড় ভক্ত। আমি আসলে আপনার এবং আপনার ছেলের ফেসবুকে সাদা সাদা কালা গান গাওয়ার একটি ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছি। আপনার ভিডিও কয়েকবার দেখার পর আমি এই গানটি গাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
চঞ্চল আরও লিখেছেন, ‘এত চমৎকার মায়া ওর গায়কীতে, প্রাণটা জুড়িয়ে গেলো। শিল্পের শক্তি বোধ হয় এটাই….কোন ভিনদেশী একজন অবাঙালী সুরের জালে আটকা পড়ে বাংলা গান গাইছে। কি অসাধারন !!!অনেক ভালোবাসা জেনো বিদেশী বন্ধু…..আমাদের ভাষা আর সুরের জালে তোমাকে আমরা বন্দী করতে পেরেছি॥’ সব শেষে ওঁর তিনটে গান একসঙ্গে করে শোনার অনুরোধ করেছেন চঞ্চল চৌধুরী।'
প্রসঙ্গত কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক'-এ দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।