অরুণাভ রাহারায়: বাংলাদেশে আকাশছোঁয়া সাফল্য পেয়েছে মেজবাউর রহমান সুমনের ছবি 'হাওয়া'। চঞ্চল চৌধুরী অভিনীত এই ছবি আজ দেখানো হচ্ছে নন্দনে। আর তা দেখার জন্য সকাল থেকেই সুদীর্ঘ লাইন। চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। কলকাতার দর্শকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে আপ্লুত চঞ্চল।
হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া প্রতিক্রিয়ায় চঞ্চল চৌধুরী জানিয়েছেন, 'সোশ্যাল মিডিয়ায় সুদীর্ঘ লাইনের ছবি দেখে চমকে গিয়েছি। এবার সরকারি উদ্যোগে দেখানো হচ্ছে। আগামীদিনে অন্যান্য প্রেক্ষাগৃহেও হাওয়া দেখানো হবে বলে আশা করি।' তিনি আরও বলেন, 'আজ আমি নন্দনে থাকছি। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ আমাদের প্রিয় বুম্বাদা আজ হাওয়া দেখবেন। আমি ভীষণ আনন্দিত ও আপ্লুত। কলকাতার দর্শকদের ধন্যবাদ।'
'হাওয়া' দেখতে নন্দন চত্বরে দর্শকদের উন্মাদনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নন্দনের সামনে থেকে লাইন শুরু হয়ে শেষ হয়েছে চারুকলা পর্ষদ প্রাঙ্গণে। সিনেপ্রেমী ছাড়াও 'হাওয়া' দেখতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। আজ দুপুর ১টায় নন্দন ১-এ হাওয়া দেখার সুযোগ পেয়েছেন দর্শকরা। আজ সন্ধ্যা ৬টায় নন্দনের বড় পর্দায় আবার দেখানো হবে ছবিটি। এছাড়াও ৩১ অক্টোবর ও ২ নভেম্বর সন্ধ্যা ৬টায় নন্দন ২-এ 'হাওয়া' দেখানো হবে।