বাংলাদেশ শুধু নয়, দুই বাংলার একজন সুপরিচিত এবং গুণী অভিনেতা হলেন চঞ্চল চৌধুরী। চিরকালই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে কথা বলেন না তিনি। তবে যেটুকু পোস্ট করেন, তাই সবটাই ঘিরে থাকে পরিবার। কিছুদিন আগেই স্ত্রীর জন্মদিন উপলক্ষে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। এবার করলেন একেবারে অন্যরকম একটি পোস্ট।
স্ত্রী এবং ছেলে শুদ্ধর সঙ্গে একটি ছবি পোস্ট করে চঞ্চল চৌধুরী লেখেন, ‘আমাদের ছোট্ট ছেলে শুদ্ধ স্কুল থেকে শিক্ষা সফরে দেশের বাইরে গিয়েছিল। জন্মের পর থেকে এই প্রথম বাবা-মাকে ছেড়ে একা একা বিদেশে কাটিয়ে আসা দশটা দিন আমাদের কাছে ১০ বছরের মত লাগছিল। গতকাল সে ফিরে এসেছে।’
আরও পড়ুন: লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠলেন নুসরত, করলেন মায়ের বরণ
আরও পড়ুন: 'মা ছাড়া সংসার অসম্পূর্ণ...', কবিরের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল
ছেলের থেকে দূরে থাকার যন্ত্রণা যে কতটা, তা স্পষ্ট চঞ্চল চৌধুরীর লেখা থেকে। তিনি লেখেন, ‘বাবা মায়ের বুকে পিঠে আগলে রাখা সন্তানকে তার ভবিষ্যতের মঙ্গলের জন্য ছেড়ে দেওয়াটাই চিরন্তন। সেটা কখনও ঘরের বাইরে, কখনও দেশের বাইরে। বুকে কষ্টের পাথর চেপে বাবা-মা সবসময়ই অপেক্ষা করে তার সন্তান কবে তাদের বুকে ফিরে আসবে।’
মায়ের কথা উল্লেখ করে অভিনেতা লেখেন, ‘আমার মা দম বন্ধ করা ঢাকা শহরে একদম থাকতে চান না। জোর করে নিয়ে এলেও বাড়ি চলে যান। শুদ্ধ দেশের বাইরে থাকা অবস্থায় একদিন যখন মাকে বললাম, ছেলের জন্য খারাপ লাগে, চিন্তা হয়, কখনও আমাদের ছেড়ে থাকেনি ও। আশীর্বাদ করো যাতে তাড়াতাড়ি ও আমাদের কাছে ফিরে আসে।’
আরও পড়ুন: লাল শাড়িতে নতুন বউ সেজে মাকে বরণ করলেন শুভশ্রী, গোলাপি পাঞ্জাবিতে সঙ্গ রাজের
আরও পড়ুন: অভিষেকের কোলে ছোট্ট কুমারী, নবমীর সকালে আবেগপ্রবণ সাইনা
ছেলের চিন্তার কথা শুনে অভিনেতার মা বলেন, ‘এবার দেখো কেমন লাগে? তোমাদের ছেড়ে থাকতে আমরা কেমন কষ্ট পাই এবার বোঝো। তোমার বাবার কেমন লাগতো বুঝেছ?’ সত্যি, অভিনেতার বাবা তিন বছর আগেই গত হয়েছেন। এখন হয়তো তিনি বুঝতে পারছেন, কতটা কষ্ট পেয়েছেন তাঁর বাবা। কথাতেই আছে না, বাবা না হলে বাবার মর্ম বোঝা যায় না। এখানেও তার অন্যথা হয়নি।