বাংলা নিউজ > বায়োস্কোপ > Chanchal Chowdhury: চঞ্চলের ‘মৃণাল’ বেশ! নিজেই নিজেকে চিনতে পারলেন না অভিনেতা! কী লিখলেন পোস্টে

Chanchal Chowdhury: চঞ্চলের ‘মৃণাল’ বেশ! নিজেই নিজেকে চিনতে পারলেন না অভিনেতা! কী লিখলেন পোস্টে

পদাতিকের ছবি পোস্ট করে নিজেই অবাক হলেন চঞ্চল

Chanchal Chowdhury: এ কে! চঞ্চল নাকি মৃণাল! পদাতিক ছবির একটি স্টিল দৃশ্য পোস্ট করে সবাইকে চমকে দিলেন চঞ্চল চৌধুরী। জানালেন তাঁদের এই ছবির বিষয়ে ভ্যারাইটি পত্রিকায় ছাপা হয়েছে।

চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) সদ্যই একটি ছবি শেয়ার করেছেন দেখে দু মিনিট দাঁড়াতেই হল। সোশ্যাল মিডিয়ার ভাষায়, 'কী ছবিটা দেখে আঙুলটা থেমে গেল তো?' টাইপ আর কি! হ্যাঁ, আঙুল স্ক্রিনে সত্যিই থেমে গেল। অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর বুঝলাম না এটা মৃণাল সেন নন, বরং চঞ্চল চৌধুরী নিজেই। কিন্তু এ কী লুক! এ কোন মেকআপ! এক ঝলক কেন দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে চোখ রাখলেও বুঝি মনে হবে উনি সত্যিই মৃণাল সেন (Mrinal Sen)। এত নিখুঁত কাজ দেখে তারিফ করতেই হয়।

চঞ্চল চৌধুরীর পোস্ট করা মৃণাল সেনের বেশে ছবিটা দর্শককে অপরাজিত ছবিতে জিতু কামালের লুককে মনে করাবে। একই রকম নিখুঁত কাজ দুই। আসল দুই ব্যক্তির সঙ্গে হুবহু মিল যেন। যাক গে যা বলছিলাম। এ কথা এতদিনে সকলেই জেনে গিয়েছেন যে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে পদাতিক (Padatik)। সেখানেই উঠে আসবে মৃণাল সেনের জীবনের গল্প। আর মুখ্য ভূমিকায় থাকবেন চঞ্চল চৌধুরী। মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে থাকবেন মনামী ঘোষ।

এদিন চঞ্চল চৌধুরী এই ছবি পোস্ট করে একটি দীর্ঘ বার্তা লেখেন। তিনি জানান দর্শকদের মতো অবস্থা তাঁরও হয়েছিল। নিজেকেই নাকি নিজে চিনতে পারেননি ছবিতে। অভিনেতা তাঁর ফেসবুকে লেখেন, 'ছবিটা দেখে প্রথমে আমি নিজেও অবাক হয়ে যাই। এটা কি মৃনাল সেন নাকি আমি! সত্যটা বুঝতে একটু সময় লেগেছে, সেই সঙ্গে অনেকটা ভালোও লেগেছে। মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর কি অসাধারন কাজ।'

প্রসঙ্গত এই ছবিতে আবারও মেকআপের দায়িত্ব সামলেছেন সোমনাথ কুণ্ডু। যার কাজ এর আগে আমরা একাধিক ছবিতে দেখেছি। বিশেষ করে ইন্দুবালা ভাতের হোটেলের কথা এক্ষেত্রে বলতেই হয়। তাঁর হাতের জাদুতেই চঞ্চল হয়ে ওঠেন মৃণাল সেন।

চঞ্চল তাঁর পোস্টে এদিন আরও জানান যে এই ছবির বিষয়ে এবং তাঁদের একটি সাক্ষাৎকার জনপ্রিয় পত্রিকা ভ্যারাইটিতে প্রকাশিত হয়েছে। তাঁর কথায়, 'মৃনাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিখ্যাত পত্রিকা ভ্যারাইটি মৃনাল সেনের চরিত্রে অভিনীত আমার এই ছবিটি দিয়ে, আমার এবং পরিচালক সৃজিত মুখার্জী (Srijit Mukherji) ও প্রযোজক ফেরদৌসুল হাসানের একটা ইন্টারভিউ ছেপেছে।'

অভিনেতা জানিয়েছেন এই বছরই মুক্তি পাবে পদাতিক। কেবল ভারত নয়, বাংলাদেশেও একই সময় যাতে এই ছবি মুক্তি পায় সেটার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। চঞ্চল তাঁর পোস্টে লেখেন, 'বাবার সদ্য মৃত্যুর শোক বুকে নিয়ে শেষ করেছি মৃনাল সেনের জীবনীভিত্তিক সিনেমা পদাতিক-এর কাজ। এবছরেই ছবিটি মুক্তি পাবে সিনেমা হলে। প্রযোজকের ইচ্ছা একই সঙ্গে দুই বাংলাতেই তিনি পদাতিক মুক্তি দিতে চান।'

তিনি তাঁর পোস্টে সৃজিত মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানান এই চরিত্রের জন্য। তাঁর পোস্টে লেখেন, 'বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃনাল সেনের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর জন্যই পরিচালক সৃজিত মুখার্জী পদাতিক সিনেমাটি নির্মাণ করছেন। ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা সৃজিতদার প্রতি, এরকম একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ে আমাকে নির্বাচন করার জন্য।'

এক ব্যক্তি লেখেন, 'আসলেই চেনা যাচ্ছে না। এখানে চঞ্চল চৌধুরী কোথায়? পুরোটাই তো মৃনাল সেন। দারুণ মেকআপ। অভিনয় দেখার অপেক্ষায়।' আরেক নেটিজেনের মতে, 'বাংলাদেশের আয়না একজনই এবং বারংবার তা প্রমাণিত'।

বন্ধ করুন