বাংলা নিউজ > বায়োস্কোপ > Chanchal Chowdhury: 'মা আমার কাছে প্রেরণা' মাতৃদিবসের আগে মাকে নিয়ে আবেগে ভাসলেন চঞ্চল

Chanchal Chowdhury: 'মা আমার কাছে প্রেরণা' মাতৃদিবসের আগে মাকে নিয়ে আবেগে ভাসলেন চঞ্চল

মাতৃদিবসের আগে মাকে নিয়ে আবেগে ভাসলেন চঞ্চল

Chanchal Chowdhury: মাতৃদিবসের আগেই মাকে নিয়ে নানা অজানা কথা ভাগ করলেন চঞ্চল চৌধুরী। জানালেন তাঁর মায়ের জীবন যুদ্ধের কথা। বললেন তাঁর মা কীভাবে তাঁদের আট ভাই বোনকে বড় করে তুলেছেন।

চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) নাম শোনা মানেই ‘হাওয়া’, ‘কারাগার’ -এর মতো একাধিক ফাটাফাটি কাজের কথা মনে পড়ে যাওয়া। সম্প্রতি তিনি মাতৃদিবস নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন। মনে করলেন তাঁর মায়ের লড়াইয়ের গল্প। ছোটবেলায় তাঁর কীভাবে লড়াই করে তাঁদের বড় করে তুলেছিলেন সেই কথাই মনে করলেন অভিনেতা। জানালেন তিনি তাঁর মাকে একদম অন্যরকম করে জীবনে পেয়েছেন, দেখেছেন।

অভিনেতার কথায় তিনি খুব ছোট থেকেই তাঁর মাকে, তাঁর লড়াইকে উপলব্ধি করতে পেরেছেন। তাঁরা আট ভাই বোন ছিলেন তিনিই ছিলেন সবার ছোট। তবুও তিনি অনুভব করেছেন তাঁদের বড় করতে গিয়ে তাঁর মা কত কিছুই না ত্যাগ করেছেন। এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'আমাদের মায়েদের প্রজন্মের বোধহয় একটাই লক্ষ্য ছিল, সন্তানকে ভালো করে বড় করে তোলা। আর তাদের মানুষ করতে গিয়ে, বড় করতে গিয়ে মায়েরা নিজেদের সমস্ত শখ, আহ্লাদকে বিসর্জন দিতেন। সবটাই করতেন ভীষণ এক তরফা ভাবে। তাঁরা কিছু করলে তার বিনিময়ে কিছু চাইতেন না। আমরা অনেক সময়ই অনেক কিছু নিয়ে প্রত্যাশা করি। কিন্তু মাকে দেখেছি, কিছু চাইতে বললে মা এখনও বুঝে উঠতে পারেন না যে কী চাইবেন। আসলে মায়েরা দুর্গা হয়, তাঁরা সর্বংসহা। তাঁরাই যেন সব কিছু একা হাতে সামলে রেখেছেন।'

তিনি তাঁর মায়ের বিষয়ে বলতে গিয়ে আরও বলেন, 'আমার মায়ের প্রথাগত শিক্ষা খুব বেশি না হলেও তিনি জীবনের শিক্ষায় শিক্ষিত। আমার চোখে উনি একজন শিক্ষিত মানুষ। উনি সন্তানদের জন্য সব ত্যাগ করতে পারতেন। মা সবসময় আমার পাশে থাকত যখন আমি ছোটবেলায় পড়াশোনা করতাম। আমার কাছে আমার মা এটাই। মা আমার কাছে প্রেরণা।'

প্রসঙ্গত আগামীতে চঞ্চল চৌধুরীকে মৃণাল সেনের (Mrinal Sen) বায়োপিকে তাঁকে তাঁর চরিত্রে দেখা যেতে চলেছে। তাঁর বিপরীতে এই ছবিতে থাকবেন মনামী ঘোষ (Monami Ghosh)।

বন্ধ করুন