বাংলা নিউজ > বায়োস্কোপ > Chanchal-Nachiketa: ‘বসন্তকালে’ নচিকেতা-চঞ্চলের সুরেলা আড্ডা, সাদা-কালায় মিশে গেল দুই বাংলা! দেখুন ভাইরাল ভিডিয়ো

Chanchal-Nachiketa: ‘বসন্তকালে’ নচিকেতা-চঞ্চলের সুরেলা আড্ডা, সাদা-কালায় মিশে গেল দুই বাংলা! দেখুন ভাইরাল ভিডিয়ো

নচিকেতা-চঞ্চলের সুরেলা আড্ডা

Chanchal Chowdhury-Nachiketa Chakraborty: ‘সাদা-কালা’র সুরে জমলো নচিকেতা-চঞ্চলের ‘বসন্তকালে’র আড্ডা। ভিডিয়ো তুমুল ভাইরাল। 

‘তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কী! বসন্ত কালে তোমায় বলতে পারিনি!’ চঞ্চল ‘হাওয়া’ আগেই ঝড় তুলেছে দুই বাংলায়। আর এই 'বসন্তকালে' সেই ‘হাওয়া’ খানিক ছুঁয়ে দেখলেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। ‘হাওয়া’ থেকে ‘কারাগার’ একের পর এক কাজ নিয়ে দর্শকদের মন জয় করেছেন ওপার বাংলার অভিনেতা চঞ্চল চৌধুরীকে (Chanchal Chowdhury)। হাওয়া ছবির ‘সাদা-কালা’ গান এখন তুমুল ভাইরাল। আর এই ভাইরাল গানেই এবার ধরা পড়ল চঞ্চল-নচিকেতার যুগলবন্দি। যা মুগ্ধ হয়ে দেখল দুই বাংলা।

এই মুহূর্তে বাংলাদেশ সফরে গিয়েছেন নচিকেতা। গানের অনুষ্ঠানে অংশ নিতে প্রায় সাত বছর পর নচিকেতার ঢাকা সফর, যা আরও স্মরণীয় করে তুললেন চঞ্চল চৌধুরী। কাঁটাতারের ওপারেও ‘আগুন পাখি’ নচিকেতার ভক্ত সংখ্যা অগুণতি। সেই তালিকায় রয়েছেন খোদ চঞ্চল চৌধুরী। শুক্রবার রাতে ফেসবুকে ২.২৪ মিনিটের একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেতা। সেখানেই দেখা গেল এক ঘরোয়া গানের আড্ডার আসর। ‘সাদা-কালা’ গান ধরেছেন চঞ্চল, হারমোনিয়ামে রবি চৌধুরী, সোফার ওপর দিকে বসে নচিকেতা। শুরুতে মুগ্ধ শ্রোতার মতো চঞ্চলের গান শুনলেন, এরপর গলাও মেলালেন। 

এই ভিডিয়ো শেয়ার করে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘পরিবার পরিজন নিয়ে গতরাতে নচি’দা মানে নচিকেতা চক্রবর্তীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম… বাকীটা ইতিহাস। স্মরণে রাখবার মত চমৎকার স্মৃতি। আড্ডায় উপস্থিত রবি চৌধুরী, চন্দন সিনহা, কবির বকুল, বৃন্দাবন দাস, শাহানাজ খুশী, দিব্য, সৌম্য, উদয়, শান্তা, শুদ্ধ ও বিশেষ মানুষ ইকবাল ভাই।’

এরপর ‘কারাগার’ তারকার সংযোজন, ‘গানে গানে কাটলো অনেকটা সময়।অনেক গল্প তো বটেই। বিশেষ করে দিব্য সৌম্য শুদ্ধকে দেখে নচি’দা খুব খুশী। ওরাও নচি’দাকে পেয়ে মহা খুশী। আমাদের সৌভাগ্য,আমরা বাংলা গানে নচিকেতা চক্রবর্তীর যুগ স্বচক্ষে দেখেছি। নচি’দা,কামনা করি তোমার সুস্থতা আর দীর্ঘায়িত হোক তোমার শিল্পী জীবন।’

এই পোস্টের কমেন্ট বক্সে দুই তারকার জন্য উপচে পড়ছে ভালোবাসা। আসলে বাঙালির কাছে নচিকেতা মানেই আবেগ। তাঁর জীবনমুখী গান দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম মানুষের হৃদয় ছুঁয়েছে। আর বর্তমানে দুই বাংলার অতি প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁদের যুগলবন্দি অনুরাগীদের মন কাড়বে সেটাই স্বাভাবিক। ভিডিয়োর কমেন্ট বক্সে একজন মন্তব্য করেন, ‘দুই বাংলার অসাধারণ মনোমুগ্ধকর সম্প্রীতির বন্ধন’। অপর একজন লেখেন, ‘এপার বাংলা-ওপার বাংলা সবটাই মিলেমিশে একাকার।’ কেউ আবার লেখেন, ‘ঐতিহাসিক মুহূর্ত, দুই কিংবদন্তিকে সেলাম!’

চঞ্চল চৌধুরী এই মুহূর্তে ব্যস্ত মৃণাল সেনের বায়োপিক, ‘পদাতিক’ নিয়ে। যা পরিচালনায় দায়িত্বে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। অভিনেতার কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং প্রোজেক্ট হতে চলেছে ‘পদাতিক’। মৃণাল সেন হিসাবে চঞ্চলের লুক যা আগেই মুগ্ধ করেছে দর্শককে। 

বন্ধ করুন