ঢাকা থেকে যাচ্ছিলেন নিউ ইয়র্ক। এমন সময় বিমান থেকে নামিয়ে আটক করা হয় চঞ্চল চৌধুরীকে। আপাতত তিনি গৃহবন্দি অবস্থায় আছেন, এমনটাই রিপোর্টে জানানো হয়েছে। কিন্তু এটা কি আদৌ সত্যি?
আরও পড়ুন: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অনুরাগ-কন্যা, শেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন আলিয়া, দেখুন বিয়ের ছবি
গৃহবন্দি চঞ্চল চৌধুরী?
রিপোর্টে জানানো হয়েছে, ঘটনাটি আজকের নয়। প্রায় সতেরো দিন আগে নিউ ইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী। কথা ছিল তিনি ঢাকা থেকে দুবাই হয়ে নিউ ইয়র্ক যাবেন। পরিকল্পনামাফিক তিনি বিমানে উঠেও পড়েন। তবে সেই বিমান ছাড়ার আগেই কিছু বিএনপি নেতা এবং বাংলাদেশি সেনা সেই বিমানে উঠে অভিনেতার যাচ্ছে যান এবং তাঁর থেকে জানতে চান তিনিও কি দেশ ছেড়ে পালাচ্ছেন? জবাবে যদিও চঞ্চল জানান যে তিনি কাজের জন্যই নিউ ইয়র্ক যাচ্ছেন। কিন্তু সেই কথা তাঁরা বিশ্বাস করেছেন কিনা সেটা স্পষ্ট না হলেও, বিমান থেকে নামানো হয় চঞ্চল চৌধুরীকে। আপাতত তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলেই জানা গিয়েছে। কিন্তু যেটা রটেছে সেটা কি আদৌ ঠিক? এই বিষয়ে অভিনেতা টিভি নাইন বাংলাকে জানিয়েছেন যেটা রটেছে সম্পূর্ণ মিথ্যে। তিনি একেবারেই নিরাপদে আছেন।
প্রসঙ্গত কিছু মাস আগেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে আসেন। এই বিষয়ে আরও জানিয়ে রাখা ভালো, শেখ হাসিনার সরকারের পতনের পর আপাতত বাংলাদেশ অশান্ত হয়ে আছে। যতই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিশ্বে শান্তির জন্য নোবেল পাওয়া মহম্মদ ইউনূস থাকুন না কেন সেখানে সংখ্যালঘুরা যে চরম নিপীড়নের শিকার হচ্ছেন সেই কথা, খবর বারবার প্রকাশ্যে এসেছে। এমনকি চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং জামিনের আবেদন না মঞ্জুর হওয়ার মতো ঘটনাও ঘটেছে। আর সবটা নিয়েই যে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে সেটা বলার অপেক্ষা রাখে না।
আর এমন অবস্থায় যখন ওপার বাংলার অন্যতম জনপ্রিয় ক্রিকেটার তথা শাকিব আল হাসানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। যদিও তিনি দেশের বাইরে আছেন এখন। বাদ যাননি বাংলাদেশ ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মুর্তাজা। তাঁর নামেও একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত চঞ্চল চৌধুরী কেবল বাংলাদেশ নয়, ভারতেরও অন্যতম জনপ্রিয় অভিনেতা। তিনি টলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন, নজর কেড়েছেন। তাঁকে শেষবার সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত পদাতিক ছবিটিতে দেখা গিয়েছিল। সেখানে তিনি মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন।