চঞ্চল চৌধুরীর নাম করে মিথ্যে রটানো হচ্ছে! তিনি যা বলেননি সেটাই অনেক জায়গায় তাঁর নাম করে ছাপা হচ্ছে! হ্যাঁ, এমনটাই জানালেন খোদ অভিনেতা। একই সঙ্গে সকলকে সচেতন করে দিলেন। বর্তমানে ছাত্র আন্দোলন, হাসিনার পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে রীতিমত উত্তপ্ত এবং অশান্ত হয়ে আছে বাংলাদেশ। এমন অবস্থায় সেদেশের অনেক তারকারাই মন্তব্য জানিয়েছেন। কিন্তু চঞ্চল চৌধুরী যে নিজে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি সেটা স্পষ্ট করে দিতেই তিনি এদিন এই পোস্ট করেন।
আরও পড়ুন: মৃত্যুর পরেও ধনঞ্জয়ের ফাঁসির জন্য বুদ্ধদেবকেই দুষলেন কবীর সুমন! লিখলেন, 'খুব মনে পড়ছে আপনাকে...'
কী লিখেছেন চঞ্চল?
চঞ্চল চৌধুরী এদিন সকলকে সতর্ক করে লেখেন, 'আমি চঞ্চল চৌধুরী বলছি, আমার নাম ব্যবহার করে কোন বিদেশি / দেশি পত্র - পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়। কারণ এখনও পর্যন্ত আমি কোন পত্র - পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন বিষয়ে কোন বক্তব্য দিইনি। আমি সাধারণ একজন শিল্পী।'
তিনি আরও জানান তাঁর মা ভীষণই অসুস্থ তাই তিনি সোশ্যাল মিডিয়ায় অত অ্যাক্টিভ নেই। সেই কথা জানিয়ে অভিনেতা লেখেন, 'পেশাগত কারন ছাড়া কোন কিছুর সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থ্যতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয়ও নই।'
পরিশেষে তিনি তাঁর পোস্টে বাংলাদেশের শান্তি বজায় থাকুক এটাই কামনা করেছেন। লিখেছেন, 'দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।'
কী ঘটেছে বাংলাদেশে?
গত মাসে কোটা আন্দোলনকে ঘিরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। মাঝে সেই আন্দোলনের আঁচ কিছুটা স্তিমিত হলেও ধিকিধিকি জ্বলছিলই। পরে সেটা হাসিনার পদত্যাগ আন্দোলন হয়ে ওঠে। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে বোনের সঙ্গে ভারতে পালিয়ে আসেন। তারপর সেদেশের গণ ভবন দখল করে নেয় উত্তাল জনতা। একই সঙ্গে শুরু হয় সেদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার। মন্দির ভেঙে ফেলা হয়। হিন্দুদের বাড়ি ভেঙে ফেলা বা আগুন ধরিয়ে দেওয়া হয়। এই নিয়ে ওপার বাংলার একাধিক তারকা সরব হয়েছেন।
চঞ্চল চৌধুরীর আগামী কাজ
চঞ্চল চৌধুরীকে আগামীতে পদাতিক ছবিতে দেখা যাবে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে তিনি মৃণাল সেনের ভূমিকায় ধরা দেবেন। তাঁর বিপরীতে থাকবেন মনামী ঘোষ।