সফল চন্দ্রযান ৩! চাঁদের মাটি ছুঁয়ে ফেলেছে বিক্রম, এদিন সন্ধ্যা ৬ টা ৪ মিনিটেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম। আজ ১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন। চাঁদমামা এখন ভারতবাসীর ‘হাতের মুঠোয়’।
দিনভর আজ সোশ্যাল মিডিয়ায় আলোচনা চন্দ্রযান ৩-কে ঘিরে। এই বিশেষ দিনে বাঙালির বড্ড মনে পড়ছে একটা গান, ‘চাঁদ কেন আসে না আমার ঘরে।’ আসলে চাঁদ নিয়ে সঙ্গীতশিল্পীদের কল্পনা বারবার ডানা মেলেছে। বাঙালির মনে হিট রূপঙ্করের ‘ও চাঁদ’, এছাড়া রবীন্দ্র সঙ্গীত তো রয়েইছে। ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে…’, শুনেই মন উতলা হয় বাঙালির। আসলে কল্পনার আকাশে চাঁদ বরাবর উজ্জ্বল।
রাঘব তাঁর কল্পনাতে খানিক অভিমানের সুরেই বলেছেন- ‘চাঁদ কেন আসে না আমার ঘরে', তবে আজ আর কোনও অভিমানের সুর বাকি নেই! কারণ এখন সোজা চাঁদে পৌঁছে গিয়েছি আমরা। চন্দ্রযান ৩-এর সাফল্যে গর্বিত রাঘব। এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ‘গতকাল থেকেই এটা ভাবছি। আসলে সত্যি বলতে আমাদের ঘরে তো চাঁদের আসা সম্ভব নয়। এটা একটা মজার-কাব্যিক কল্পনা ছিল। সেই কারণে আমার গানটাও এতটা সুপার-ডুপার হিট। তাই আমরাই আল্টিমেটলি চাঁদের কাছে পৌঁছলাম।’
চন্দ্রযান ৩-এর সাফল্যের পিছনে রয়েছে ইসরোর বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম। তাঁদের কৃতিত্বকে কুর্নিশ জানাতে ভুললেন না গায়ক। এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘চাঁদের বুকে পা রাখার যে অনুভূতি, তার জন্য আমি ধন্যবাদ জানাব সমস্ত জ্যোর্তিবিজ্ঞানীদের। এবং ইসরোর গুণী মানুষজনদের। যাঁরা এটা সম্ভব করলেন। অত্যন্ত গর্বের বিষয় এটি'। চন্দ্রযান ৩-র সাফল্যের দিনে তাঁর মিউজিক নিয়েও মানুষ আলোচনা করছেন তাতে খুশি রাঘব। শিল্পীর কাছে এর চেয়ে বড় পাওনা আর কী হতে পারে!
প্রসঙ্গত, বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা রাখল ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল ভারত। মাত্র ৫১৫ কোটি টাকা খরচে সফল হল এই অভিযান, যা এক বিরল কীর্তি। এই সাফল্যে গর্বিত মোদী-মমতারা। দক্ষিণ আফ্রিকা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমার প্রিয় পরিবাবেরর সদস্যরা যখন নিজেদের চোখের সামনে এরকম ইতিহাস তৈরি হতে দেখি, তখন জীবন ধন্য হয়ে যায়। এরকম ঐতিহাসিক ঘটনা রাষ্ট্রের জন্য গর্বের বিষয়। এই মুহূর্তটা অবিস্মরণীয়। এই মুহূর্তটা উন্নত ভারতের ঢক্কানিনাদ। এই মুহূর্তটা নয়া ভারতের ঢক্কানিনাদ।’ টুইট বার্তায় ইসরোর বিজ্ঞানীদের কুর্নিশ জানিয়েছে দেশবাসীকে শুভেচ্ছা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।