এ যেন এক যুগাবসান! না ফেরার দেশে ছন্দা সেন। তিনি দূরদর্শনের গোড়ার দিকে সংবাদ পাঠিকা ছিলেন। দীর্ঘদিন কাজ করেছেন আকাশবাণীতেও। বুধবার, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১২ সেপ্টেম্বর মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন: একটা সময় ৩ শিফটে ৩ টে ছবির জন্য কাজ করতেন অমিতাভ! KBC -তে বললেন, 'টানা ২৩ ঘণ্টা কাজ করতাম...'
প্রয়াত ছন্দা সেন
বুধবার রাত ২.২৫ নাগাদ তিনি এসএসকেএম বা পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন। সমস্যা ছিল চোখেরও। পরিবারের তরফে জানানো হয়েছে তিনি গত এক বছরে বহুবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিগত কয়েক দিন ধরেই তিনি ভর্তি ছিলেন এসএসকেএমে। সেখানেই এদিন প্রয়াত হন তিনি। জানা গিয়েছে বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে ছন্দা সেনের।
প্রসঙ্গত ছন্দা সেন আকাশবাণী এবং দূরদর্শনের সংবাদ পাঠিকা ছিলেন। তিনি ১৯৭৪ সালে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগে সংবাদপাঠিকা হিসেবে কেরিয়ার শুরু করেন। পরে তিনি দূরদর্শনের সংবাদ পাঠিকা হন। সেই সময় নিরাসক্ত কণ্ঠে সংবাদ পাঠ করার চল ছিল। আর তিনি ছিলেন সেটার অন্যতম পথ প্রদর্শক।
ছন্দা সেন তবে ভবানীপুরের পৈতৃক বাড়িতে থাকতেন। তিনি লেডি ব্রেবর্ন কলেজ থেকে পাশ করেছিলেন। বর্তমানে তাঁর স্বামী এবং এক কন্যা রয়েছেন।
তাঁর মৃত্যুর পর আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে আকাশবাণীর এক প্রাক্তন কর্মী কৃষ্ণশর্বরী দাশগুপ্ত জানিয়েছেন, '১৯৯১ সালে আমি যখন আকাশবাণীতে যোগ দিই তখন ওঁর সঙ্গে আলাপ হয়। আমাদের বয়সের অনেকটা ফারাক হলেও খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।' তাঁর মৃত্যুর খবর পেয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন।