বাংলা নিউজ > বায়োস্কোপ > AR Ameen: শ্যুটিং সেটে ভেঙে পড়ল ঝাড়বাতি, বরাতজোরে প্রাণে বাঁচলেন এ আর রহমান-পুত্র

AR Ameen: শ্যুটিং সেটে ভেঙে পড়ল ঝাড়বাতি, বরাতজোরে প্রাণে বাঁচলেন এ আর রহমান-পুত্র

দুর্ঘটনার কবলে এ আর আমিন

গানের ভিডিয়ো শ্যুটিং-এ বিপত্তি! বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা রহমান পুত্রের। ট্রমায় রয়েছেন এআর আমিন। 

অল্পের জন্য প্রাণঘাতী দুর্ঘটনার থেকে রক্ষা পেলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমান পুত্র, এ আর আমিন। গানের শ্যুটিং চলছিল আউটডোর লোকেশনে। জলাশয়ের ধারে তৈরি হয়েছিল সেট। ক্রেনে করে অসংখ্য় ঝাড়বাতি ঝোলানো ছিল, মাঝে দাঁড়িয়ে ছিলেন আমিন। হঠাৎ করেই সেই ক্রেন-সহ ঝাড়বাতি মাটিতে আছড়ে বলে। বরাত জোরে প্রাণে বাঁচেন আমিন, শুধু তাই নয় তাঁর শরীরে কোনওরকম আঘাত লাগেনি। আমিন জানিয়েছেন এই ঘটনায় তিনি আহত না হলেও মারাত্মক ট্রমায় রয়েছেন।

ইনস্টাগ্রামে সেটের দুটি ছবি শেয়ার করেছেন আমিন (AR Ameen)। একটি দুর্ঘটনার আগের, অন্যটি পরে। পাশাপাশি দুর্ঘটনার বিস্তারিত উল্লেখ করেছেন ওই পোস্টে, কীভাবে এই ঘটনা ঘটল। তাঁর জীবন বাঁচানোর জন্য সর্বশক্তিমান আল্লাকে ধন্যবাদও জানিয়েছেন রহমান সুপুত্র।

পোস্টের শুরুতে আমিন লেখেন, 'আমি সর্বশক্তিমান, আমার বাবা-মা, পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং আমার আধ্যাত্মিক শিক্ষাগুরুর কাছে কৃতজ্ঞ যে, আমি আজ নিরাপদে আছি এবং বেঁচে আছি। মাত্র তিন রাত আগেই আমি একটি গানের শ্যুটিং করছিলাম। আমি টিমের ওপর আস্থা রেখেছিলাম যে, যখন আমি ক্যামেরার সামনে পারফর্ম করার দিকে মনোযোগ দিচ্ছিলাম, তখন তারা ইঞ্জিনিয়ারিং এবং নিরাপত্তার বিষয়টি খেয়াল রেখেছে। কিন্তু হঠাৎ করেই একটা ক্রেন থেকে ঝুলে থাকা গোটা ট্রাস আর ঝাড়বাতি ভেঙে পড়ল। তখন আমি ঠিক সেই জায়গারই মাঝখানে ছিলাম। কয়েক ইঞ্চি এদিক-ওদিক হলেই, কয়েক সেকেন্ড আগে-পরে হলেই পুরো ভেঙে পড়া অংশই আমাদের মাথায় পড়ে যেত। এই ঘটনায় আমি আর আমার টিম শিউরে উঠেছি এবং এই ট্রমা থেকে নিজেকে বের করে আনতে পারছি না।’

আমিনের এই পোস্টের কমেন্ট বক্সে সকলেই সর্বশক্তিমানকে ধন্যবাদ জানিয়েছেন। দ্রুত এই ট্রমা কাটিয়ে উঠুক রহমান পুত্র, এমনটাই প্রার্থনা সকলের। আমিনের বোন রহিমা লেখেন, ‘সবটাই উপরওয়ালার আর্শীবাদ, আমার ভাই। আমরা তোর পাশে রয়েছি। আমরা খুশি যে তুই সুরক্ষিত আছিস’।

এআর রহমানের তিন সন্তান-- খাতিজা রহমান, রহিমা রহমান এবং এআর আমিন। ২০১৫ সালে তামিল ছবি ‘ও কাদাল কানমানি’ ছবির সঙ্গে প্লে-ব্যাক দুনিয়ায় আত্মপ্রকাশ রহিমের। ছবিতে ‘মৌলা ওয়া সাল্লিম’ গানটি গেয়েছিলেন রহমান পুত্র। ‘দিল বেচারা’ ছবির ‘নেভার সে গুডবাই’ গানটিও আমিনের গাওয়া।

 

বন্ধ করুন