বাংলা নিউজ > বায়োস্কোপ > ছোটপর্দায় টিকে থাকা, পর পর কাজ পাওয়া কঠিন, কেন এমন বলছেন চাঁদনি সাহা

ছোটপর্দায় টিকে থাকা, পর পর কাজ পাওয়া কঠিন, কেন এমন বলছেন চাঁদনি সাহা

চাঁদনি সাহা

বর্তমানে নিজেকে ভাঙতে চান, নিজেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চান জানিয়েছেন চাঁদনি।

লাইমলাটের জগতে প্রতিটা পদক্ষেপে প্রতিযোগীতা চলে। সময়ের সঙ্গে প্রতিযোগীতার দৌড় যেন আরও গাঢ় হচ্ছে। তেমনি দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে মুখ্য় চরিত্রে অভিনয় করার পর শেষেমষ পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অনেককেই। 

প্রায় ১০ বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেন অভিনেত্রী চাঁদনি সাহা। আসন্ন নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’য় এ বার একটু অন্যরকম চরিত্রে দেখা যাবে তাঁকে। ‘মাধবীলতা’র দিদি ‘মালতী’র চরিত্রে অভিনয় করবেন তিনি। ধারাবাহিকের শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। পুরুলিয়ায় শ্যুটিং চলছে। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে গীতের চরিত্রে।

আরও পড়ুন: মারাঠি ছবি দিয়ে পরিচালনায় হাতেখড়ি হবে রীতেশের, ছবির বিশেষ চরিত্রে থাকবেন সলমন

২০১২ সাল থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন চাঁদনি। ‘বিন্দি’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পথচলা শুরু। একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করার পর বর্তমানে দর্শক তাঁকে দেখতে পাচ্ছে পার্শ্বচরিত্রে। 

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক সংবাদমাধ্যমকে চাঁদনি জানিয়েছেন, অনেকগুলি ধারাবাহিকে মুখ‍্য চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে নিজেকে ভাঙতে চান তিনি। নিজেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চাইছিলেন। নতুন নতুন কাজ করতে চান। বিভিন্ন ভাবে নিজেকে মেলে ধরতে চান পর্দায়। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষেত্রে বিশ্বাসী তিনি। 

ছোটপর্দায় নায়িকা হওয়া সহজ, টিকে থাকা কঠিন, মুখ খুলেছেন অভিনেত্রী। স্বীকার করেছেন, ‘যমুনা ঢাকি’র পরে মুখ্য চরিত্রে অভিনয়ের ডাক আর পাননি। যে ধরণের চরিত্রগুলিতে এখন অভিনয় করছেন সেগুলি নিয়েই খুব খুশি তিনি। তাঁর কথায়, নায়িকা হওয়া খুব একটা কঠিন নয়। অনেক নতুন মুখও মুখ‍্য চরিত্রে সুযোগ পাচ্ছে। কিন্তু কঠিন হচ্ছে টিকে থাকাটা। পরপর কাজ পাওয়াটা কঠিন বলে মনে করেন তিনি। এই মুহূর্তে দাঁড়িয়ে নায়িকা হওয়ার ভাবনাটা খুব বোকা বোকা বলে মনে করেন চাঁদনি। 

ছোটপর্দায় প্রতিযোগিতাটা যে অনেকটাই বেশি মত অভিনেত্রীর। সৌমিতৃষা কুণ্ডু, ইধিকা পাল, অন্বেষা হাজরার মতো অভিনেত্রীরা তাঁর খুব পছন্দের বলেই জানিয়েছেন চাঁদনি।

 

বন্ধ করুন