বেলাশুরু ছবিটি মুক্তি পাওয়ার পর উইন্ডোজ প্রোডাকশন হাউজের সেই ছবির ড্যান্স সং টাপা টিনি দারুণ ভাইরাল হয়েছিল। কিন্তু জানেন কি এই গানটি লেখা এবং কম্পোজ করা চন্দ্রবিন্দুর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের? ভাইফোঁটা উপলক্ষ্যে তমলুকের একটি শো থেকে কী বললেন উপল সেনগুপ্ত?
আরও পড়ুন: ৩ দিনেই বিশ্বজুড়ে ১৫০ কোটি আয় কার্তিকের ভুল ভুলাইয়া ৩ এর! এগিয়ে না পিছিয়ে আছে সিংঘম এগেন?
কী ঘটেছে?
রবিবার ভাইফোঁটা উপলক্ষ্যে তমলুকের ফাইভ স্টার নামক একটি ক্লাবের তরফে শোয়ের আয়োজন করা হয়। আর সেখানেই পারফর্ম করতে আসে চন্দ্রবিন্দু। এই শোয়ের শেষ পর্যায়ে পৌঁছিয়ে শেষ গান হিসেবে বেলাশুরু ছবি থেকে টাপা টিনি গানটি গেয়ে শোনান অনিন্দ্য এবং উপল। কিন্তু গান গাওয়ার আগে অনিন্দ্য চট্টোপাধ্যায় জানান মঞ্চের সামনে যাঁরা নাচ্ছিলেন তাঁদের ৫-৬ জন যেন মঞ্চে উঠে আসেন। উপল তাঁদের নাচের স্টেপ দেখিয়ে দেবে, এবং তাঁর নাচবেন।
এরপরই বন্ধুর কথা শেষ হতে না হতেই উপল সেনগুপ্ত বলে ওঠেন, 'অনেকেই হয়তো জানেন না। এই গানটি খুবই বিখ্যাত হয়েছিল, গানটা অনিন্দ্যর কম্পোজিশন। যদিও সিনেমায় অনিন্দ্যর গলায় গানটি নেই।' এরপরই তিনি আক্ষেপের সুরে বলেন, 'আসলে আমরা বুড়ো হয়ে গিয়েছি। আমাদের গান নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের গাইতে দেওয়া হচ্ছে না।' এরপরই তাঁরা টাপা টিনি গানটি গান। এবং তাঁদের সঙ্গে মঞ্চে সেখানকার বেশ কয়েক জন মহিলা নাচ করেন।
আরও পড়ুন: 'সব ভালোই চলছিল, হঠাৎই...' ৩ দিনের নোটিশে শেষ কাজল নদীর জলে, কারণ নিয়ে মুখ খুললেন মৈনাক - অরুণিমা
বেলাশুরু ছবিতে টাপা টিনি গানটি
প্রসঙ্গত বেলাশুরু ছবিতে টাপা টিনি গানটি মহিলা কণ্ঠে শোনা গিয়েছিল। গেয়েছিলেন ইমন চক্রবর্তী, অনন্যা ( খাঁদা ) ভট্টাচার্য, উপালি চট্টোপাধ্যায়। গানটিতে নাচতে দেখা গিয়েছিল অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, ইন্দ্রানী দত্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, মনামী ঘোষ, অপরাজিতা আঢ্য প্রমুখকে।