বাংলা নিউজ > বায়োস্কোপ > করোনা আক্রান্ত হয়ে প্রয়াত ‘শ্যুটার দাদি’, শোকপ্রকাশ করলেন ‘সান্ড কি আঁখ’ তারকারা

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত ‘শ্যুটার দাদি’, শোকপ্রকাশ করলেন ‘সান্ড কি আঁখ’ তারকারা

প্রয়াত চন্দ্র তোমার

‘সান্ড কি আঁখ’-এর অনুপ্রেরণাকে শ্রদ্ধার্ঘ তাপসী-ভূমির। 

করোনা কেড়ে নিল আরও একটি বর্ণময় জীবন। চলে গেলেন ‘শ্যুটার দাদি’ নামে খ্যাত চন্দ তোমার।দিন কয়েক আগেই এই বর্ষীয়ান শ্যুটারের কোভিড রিপোর্ট পজিটিভ আসায়, তাঁকে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে শেষরক্ষা হল না। 

উল্লেখ্য, তাপসী পান্নু ও ভূমি পেদনেকর অভিনীত ‘সান্ড কি আঁখ’ ছবির অনুপ্রেরণা এই শ্যুটার দাদি। দৃঢ় দৃষ্টি আর নির্ভুল নিশানায় ভর করে যে কোনও লক্ষ্যকে অচিরে ভেদ করতে পারতেন চন্দ্র তোমার। উত্তরপ্রদেশের বাগপত জেলার জহরি গ্রামের বাসিন্দা এই রিভারবার দাদি ও তাঁর অপর জা প্রকাশি তোমারের জীবনকাহিনি ধরা পড়েছিল অনুরাগ কশ্যপের ‘সান্ড কি আঁখ’ ছবিতে। যেখানে চন্দ তোমারের চরিত্রে অভিনয় করেছিলেন ভূমি। 

সম্প্রতি চন্দ তোমারের করোনা আক্রান্ত হওয়ার খবর তাঁর অফিয়িয়্যাল টুইটার হ্যান্ডেলে জানিয়েছিল পরিবার। বর্ষীয়ান শার্পশ্যুটারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ‘সান্ড কি আঁখ’-এর দুই লিডিং লেডি তাপসী পান্নু ও ভূমি পেদনেকর। 

টুইটারের দেওয়ালে তাপসী লেখেন- তুমি আজীবন অনুপ্রেরণা হিসাবে রয়ে যাবে…তুমি আজীবন বেঁচে থাকবে সেই সব মেয়েদের হৃদয়ে যাঁদের তুমি বাঁচতে পথ দেখিয়েছো… আমার সবচেয়ে কিউট রকস্টার, আশা করছি তুমি শান্তিতে ঘুমোবে…

অন্যদিকে পর্দার চন্দ্র তোমার, ভূমি পেদনেকর লেখেন- চন্দ্র দাদির মৃত্যুর খবরে ভেঙে পড়েছি। আমার মনে হচ্ছে আমার শরীরের একটা অংশ চলে গেল। উনি নিজের নিয়ম নিজে তৈরি করেছেন এবং মেয়েদের স্বপ্ন দেখবার পথ দেখিয়েছেন। ওঁনার উত্তরাধিকার রয়ে যাবে। পরিবারের প্রতি সমবেদনা। ওঁনাকে কাছ থেকে জানবার সুযোগ পেয়ে, ওঁনার চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে পেরে। 

৬৫ বছর বয়সে পিস্তল হাতে তুলে নিয়েছিলেন চন্দ্র তোমার। নাতনিকে শ্যুটিং প্র্যাকটিসে নিয়ে গিয়ে শ্যুটিংয়ের প্রতি আগ্রহ জন্মায় তাঁর। যে বয়সে  মানুষ অবসরের কথা প্ল্যান করে, সেই বয়সেই নিজের স্বপ্নপূরণের পথে পা বাড়িয়েছিলেন চন্দ্র তোমার। যে গ্রামে মেয়েদের বাইরে গিয়ে কাজ করার ক্ষেত্রেই নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে স্রোতের বিপরীতে হেঁটে পেশাদার শ্যুটিং-এর পথে পা বাড়ানো বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু তিনি থেমে যাননি। 

দেশে-বিদেশে নানা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ঝুলিতে রয়েছে ১০০-র বেশি পুরস্কার। মিলেছে বহু স্বীকৃতি-সম্মান। এই বর্ণময় দাদির কেরিয়ারে অবশেষে পূর্ণচ্ছেদ পড়ল। কোভিডে আক্রান্ত হয়ে ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন এই রিভলবার দাদি। 

বায়োস্কোপ খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.