সদ্যই মুক্তি পেয়েছে চান্দু চ্যাম্পিয়ন। কবীর খান পরিচালিত এই ছবিটি বক্স অফিস প্রথম দুদিন বেশ ভালোই ফল করেছে। এই ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। জানা গিয়েছে প্রথম দুদিনে বক্স অফিসে এটি ১২ কোটি টাকা আয় করেছে এটি।
আরও পড়ুন: 'আমি তখন ছাদে, হঠাতই...' সোহম-রেস্তোরাঁ কাণ্ডে সেদিন কী ঘটেছিল, প্রকাশ্যে আনলেন মধুমিতা
চান্দু চ্যাম্পিয়ন ছবির বক্স অফিস কালেকশন
চান্দু চ্যাম্পিয়ন ছবিটি গত ১৪ জুন মুক্তি পেয়েছে। মুক্তির দিন অর্থাৎ শুক্রবার এটি বক্স অফিসে ৪. কোটি ৭৫ লাখ টাকা আয় করেছিল। দ্বিতীয় দিনে ছবির আয় বেশ অনেকটা বেড়ে যায়। এদিন এটি ৬ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে। ফলে এই দুদিনে চান্দু চ্যাম্পিয়ন ভারতীয় বক্স অফিসে মোট ১১ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে।
আরও পড়ুন: লাল পোশাক পরা যাবে না! দিনক্ষণ থেকে ভেন্যু: ঝটপট জেনে নিন সোনাক্ষী - জাহিরের বিয়ের ৫ জিনিস
আরও পড়ুন: সোনু নিগমের গানে পাহাড়ি সুর মিশিয়ে তাক লাগালেন আরিয়ান! সারেগামাপায় টক্কর দিতে পারবেন দিবাকরকে?
ইতিমধ্যেই ছবির নির্মাতাদের তরফে জানানো হয়েছে এই ছবি দর্শকদের মন জয় করতে পেরেছে। যেভাবে ছবিটি বক্স অফিসে আয় করছে তাতে শুরুটা যে মন্দ হয়নি এই বিষয়ে তাঁরা নিশ্চিত।
চান্দু চ্যাম্পিয়ন প্রসঙ্গে
চান্দু চ্যাম্পিয়ন ছবিটি কবীর খান পরিচালনা করেছেন। ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলেছেন সাজিদ নাদিয়াওয়ালা। এই ছবিতে একজন স্পোর্টসম্যানের কথা ফুটে উঠবে। মুরলিকান্ত পেটকরের জীবনীকে তুলে ধরা হবে এই ছবিতে যিনি প্যারাঅলিম্পিকে ভারতকে প্রথম সোনা এনে দিয়েছিলেন ফ্রিস্টাইল সুইমিং বিভাগে।
আরও পড়ুন: 'সবাই ভাবে...' বরের উপর চোটপাট করেন সংঘশ্রী! দিদি নম্বর ওয়ানে ফাঁস আসল গল্প
আরও পড়ুন: পর্ণা - সৃজনের জীবনে ঝড় তুলতে হাজির রাজা! নিম ফুলের মধুর গল্পে ফের বড় চমক!
প্রসঙ্গত এটাই প্রথম ছবি যেখানে কবীর খানের পরিচালনায় কাজ করলেন কার্তিক। তাঁকে পাহাড়ি নদীর জলে স্নান করার একাধিক ছবি এর আগে পোস্ট করতে দেখা গিয়েছে। অভিনেতাকে শেষবার সত্যপ্রেম কী কথা ছবিতে দেখা গিয়েছিল। আগামীতে তাঁকে ভুল ভুলাইয়া ৩ ছবিতেও দেখা যাবে।