কার্তিক আরিয়ান নতুন রূপে নতুন ছবি নিয়ে আসছেন। তাঁর চান্দু চ্যাম্পিয়ন নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এবার সেই উত্তেজনা বাড়িয়ে প্রকাশ্যে এল ছবির পোস্টার। একই সঙ্গে জানা গেল ছবির মুক্তির দিন।
চান্দু চ্যাম্পিয়ন ছবির পোস্টার
চান্দু চ্যাম্পিয়ন ছবির পোস্টারে দেখা যাচ্ছে সিক্স প্যাক অ্যাবস স্পষ্ট। উন্মুক্ত তাঁর পেশিবহুল শরীর। সারা গায়ে কাদা মাখা। ঘেমে স্নান করে দৌড়াচ্ছেন কার্তিক। পরনে কেবল একফালি কাপড়। এই ছবিটি পোস্ট করে নির্মাতাদের তরফে লেখা হয় 'যে মানুষটি আত্মসমর্পণ করতে চায়নি।'
আরও পড়ুন: ২৬ কোটি ৭৬ লাখের কেবল বাড়ি! সোনা - হিরে - গাড়ি মিলিয়ে মোট কত সম্পত্তির মালিক কঙ্গনা?
কবে আসছে চান্দু চ্যাম্পিয়ন ছবিটি?
আগামী ১৪ জুন মুক্তি পাচ্ছে চান্দু চ্যাম্পিয়ন। কার্তিক আরিয়ান নিজেও এদিন এই ছবির পোস্টার শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি এই পোস্টার শেয়ার করে লেখেন, 'চ্যাম্পিয়ন আসছে। ভীষণ এক্সেইটেড এবং গর্বিত এই ছবির প্রথম পোস্টার শেয়ার করতে পেরে। এটা আমার কেরিয়ারের সব থেকে স্পেশ্যাল এবং চ্যালেঞ্জিং ছবি। চান্দু চ্যাম্পিয়ন আগামী ১৪ জুন মুক্তি পাচ্ছে।'
চান্দু চ্যাম্পিয়ন প্রসঙ্গে
চান্দু চ্যাম্পিয়ন ছবিটি কবীর খান পরিচালনা করেছেন। ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলেছেন সাজিদ নাদিয়াওয়ালা। এই ছবিতে একজন স্পোর্টসম্যানের কথা ফুটে উঠবে। মুরলিকান্ত পেটকরের জীবনীকে তুলে ধরা হবে এই ছবিতে যিনি প্যারাঅলিম্পিকে ভারতকে প্রথম সোনা এনে দিয়েছিলেন ফ্রিস্টাইল সুইমিং বিভাগে।
আরও পড়ুন: সৃজিতের আগামী ছবি যেন নক্ষত্রের হাট! ঋত্বিক - পরম - কৌশিক সহ কারা বলছেন 'সত্যি বলে সত্যি কিছু নেই'?
প্রসঙ্গত এটাই প্রথম ছবি যেখানে কবীর খানের পরিচালনায় কাজ করলেন কার্তিক। তাঁকে পাহাড়ি নদীর জলে স্নান করার একাধিক ছবি এর আগে পোস্ট করতে দেখা গিয়েছে। অভিনেতাকে শেষবার সত্যপ্রেম কী কথা ছবিতে দেখা গিয়েছিল। আগামীতে তাঁকে ভুল ভুলাইয়া ৩ ছবিতেও দেখা যাবে।