বিচ্ছেদ হয়েছে, তবু প্রাক্তন স্বামী রাজীব সেনের সঙ্গে সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেছেন অভিনেত্রী চারু আসোপা। সম্প্রতি রাজীব ও তাঁর পরিবারের সঙ্গে মেয়ে জিয়ানাকে নিয়ে দুবাই বেড়াতে গিয়েছিলেন চারু। সেই ট্যুর থেকে নানান ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন রাজীব-চারু।
তাঁদের দেখে অনেকেরই তাই প্রশ্ন জেগেছে, তবে কি ফের কাছাকাছি আসছেন প্রাক্তন দম্পতি? যদিও সেই সম্ভাবনা আগেই উড়িয়ে দিয়েছেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন। এবার প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক তৈরি নিয়ে মুখ খুললেন চারু আসোপা।
ঠিক কী বক্তব্য চারুর?
অভিনেত্রী চারু অসোপার কথায়, ‘আমরা খুব ভালো সময় কাটিয়েছি। জিয়ানা খুব উপভোগ করেছে। পুরো পরিবারের সঙ্গে জিয়ানার এটা প্রথম ট্রিপ ছিল। আর আমরা একসঙ্গে গিয়েছিলেন, কারণ, রাজীবন তো জিয়ানার বাবা, ওঁর পরিবারও জিয়ানার পরিবার। আর তাছাড়া আমি রাজীবের মা ( শুভ্রা সেন) এবং সুস্মিতা দিদিকে খুব ভালোবাসি। আর রাজীবের সঙ্গেও সময় কাটিয়ে ভালো লেগেছে।'
চারুর কথায়, 'ব্যক্তিগত মতপার্থক্য থাকতেই পারে, তবে সুন্দর সম্পর্ক বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। এমন নয় যে আমরা আলাদা হয়ে গেলেই অন্য সব সম্পর্ক শেষ হয়ে যাবে। আমি কেন জিয়ানাকে তার পরিবার থেকে আলাদা করব?'
রাজীবের প্রসঙ্গে চারু বলেন, ‘আমরা এখনও কিন্তু বন্ধু। জিয়ানার জন্য লোক দেখানোর দরকার পড়বে না, যদি আমরা পুরনো কথা ভুলে সত্যিই আমরা ভালো বন্ধু হয়ে যাই।’ প্রসঙ্গত, দুবাইতে গিয়ে প্রাক্তন ননদ, শাশুড়ি, স্বামীর সঙ্গে পার্টি করতেও দেখা যায় চারুকে।
চারুর কথায়, ‘সোশ্যাল মিডিয়ায় এতবেশি নেতিবাচকতা, যেকারণে আমি লোকজনে কমেন্ট পড়া বন্ধ করে দিয়েছি। এগুলো পড়ার থেকে, না পড়াই ভালো’। চারুর কথায়, ‘এখন আমার একমাত্র লক্ষ্য জিয়ানাকে বড় করা। আর সেকারণেই আমি শুধুই আজকাল ইউটিউব ভিডিয়ো বানাচ্ছি। ওকে আয়ার কাছে রেখে সেটে গিয়ে কাজ সামালাতে পারছিলাম না। এখন যদি আমি কোনও OTT প্রোজেক্টেও কাজ করি ওর থেকে আমাকে দূরে থাকতে হবে। এই মুহূর্তে সেটাও সম্ভব নয়। কারণ ও আমাকে ছাড়া এখন কিছুই চেনে না। আর কারোর কোলেও যায় না।’