বাংলা নিউজ > বায়োস্কোপ > Charu Asopa Bold Dance: ‘সস্তার দীপিকা!’, পাঠানের ‘বেশরম রং’-এ উদ্দাম নাচ সুস্মিতার ভাইয়ের বউ চারুর

Charu Asopa Bold Dance: ‘সস্তার দীপিকা!’, পাঠানের ‘বেশরম রং’-এ উদ্দাম নাচ সুস্মিতার ভাইয়ের বউ চারুর

‘বেশরম রং’ গানে নাচলেন চারু আসোপা। 

পাঠান সিনেমার বেশরম রং-এ জমিয়ে নাচলেন সুস্মিতা সেনের ভাইয়ের বউ চারু আসোপা। তবে সোশ্যাল মিডিয়ায় জমিয়ে হল কটাক্ষ। নাম দেওয়া হল ‘সস্তার দীপিকা পাড়ুকোন’।

সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট শেয়ার করে চলেছেন অভিনেত্রী চারু আসোপা। সম্প্রতি দীপিকা পাড়ুকোনের গানে নাচতে দেখা গেল তাঁকে। সম্প্রতিই মুক্তি পেয়েছেন শাহরুখ খানের ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’। যা নিয়ে আপাতত সোশ্যাল মিডিয়া উত্তাল। ‘বেশরম রং’ গানে দীপিকার পরে থাকা গেরুয়া রঙের বিকিনি নিয়েই যত বিতর্ক! বেশ কিছু নেট-নাগরিক পাঠান বয়কটের দাবি তুলেছেন হিন্দু ধর্মের অবমাননার অভিযোগ এনে।

গোলাপি রঙের একটি বডি হাগিং জিমস্যুট পরেছেন চারু আসোপা। নাচছেন সুইমিং পুলের ধারে। ভিডিয়োর শেষে দেখা গেল মেয়ে জিয়ানাকে নিয়ে এসে, তার সঙ্গেও নাচছেন চারু। আর এই পোস্টের ক্যাপশনে চারু লিখেছেন, ‘আমি এমন কোনও মানুষ না যে ট্রেন্ডের পিছনে ছোটে। কিন্তু এই গান আমার দুর্দান্ত লাগে। এই গানের ভাইব আমার দুর্দান্ত লাগে। সঙ্গে বেশরম রং-এর লিরিক্স।’

তবে নেটপাড়ার একটা অংশ কটাক্ষ করেছেন চারুর এই লুক নিয়ে। ‘সস্তার দীপিকা পাড়ুকোন’ বলে ট্রোল করা হয়েছে। সঙ্গে পোশাক নিয়ে করা ট্রোলিং তো আছেই। একজন লিখেছেন, ‘ছি কত নোংরা নাচ! আর পোশাকও পরেছে সেরকমই। ম্যাডাম ভালো জামাকাপড় পরেও ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া যায়।’

২০১৯ সালে বাঙালি রীতিতে ধুমধাম করে বিয়ে করেছিলেন চারু এবং রাজীব। তবে বিয়ের পর থেকেই শুরু হয় সমস্যা। চলতি বছরের শুরুকে ডিভোর্সের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেই ফেলেছিলেন। তারপর মাসখানেক পর হঠাৎই জানান বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মাসখানেক যেতে না যেতে যেই কে সেই। এরপর নভেম্বরে ফের আলাদা হওয়ার কথা ঘোষণা করেন। ডিভোর্স ফাইলও করে ফেলেছেন। এখন শুধু অপেক্ষা আইনি সম্মতির।

 

বন্ধ করুন