ডিভোর্স হওয়ার পথে চারু আসোপা আর রাজীব সেনের। আপাতত একে-অপরের নামে চলছে দোষ-পালটা দোষের পালা। বউয়ের নামে যে অভিযোগ তুললেন সুস্মিতা সেনের ভাই।
1/5বিবাহ বিচ্ছেদ নিয়ে খবরে রয়েছেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন আর টিভি অভিনেত্রী চারু আসোপা। ইতিমধ্যেই বরের উপর পরকীয়া, দায়িত্বজ্ঞানহীনতা-র মতো একাধিক অভিযোগ এনেছেন চারু। এবার রাজীব এক সংবাদমাধ্যমকে জানালেন তাঁদের মেয়ে জিয়ানাকে ব্যবহার করছে চারু ইউটিউবে ভিডিয়ো বানিয়ে বেশি ভিউস পেতে। সঙ্গে তাঁর কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নেওয়ার অভিযোগও তুললেন।
2/5রাজীব বলেন চারু তাঁর নামে রোজ নতুন নতুন অভিযোগ তুলছেন। শেষ অভিযোগ হল তিনি নাকি বউ আর মেয়ের নাম নিয়ে ইউটিউবে বেশি ভিউ পাওয়ার চেষ্টা করছেন। সুস্মিতার ভাই বলেন, ‘প্রথমেই আমি বলে দেই, এটা ওর ছেলেমানুষী। গত ১ মাসে আমি যা ভিডিয়ো বানিয়েছি সবই পরিবারকে ছাড়া। জিয়ানাও আমার কাছে নেই। চারুর কাছে আছে। আর ওই জিয়ানাকে ব্যবহার করে চলেছে ভিউজ পেতে।’
3/5রাজীব জানালেন ডিভোর্সের সব কাগজ পত্র তৈরি হয়ে গিয়েছে। শুধু সাইন করা বাকি। আর বাকি ডিভোর্সের ফাইনাল ডেট পাওয়া। যদিও রাজীব স্পষ্ট করে দেন, যতই চারু তাঁর নামে বলে বেড়াক মেয়ের সম্পূর্ণ দায়িত্ব নিতে চান। দু:খের সঙ্গে জানান, ‘জিয়ানা আমার কাছে নেই। এখন নাকি মেয়ের নামও নিতে পারব না। তাহলেই নাকি ভিউজ-এর জন্য করছি। দয়া করে নিজে বাঁচো। অন্যকেও শান্তিতে বাঁচতে দাও। এত নীচে নেমো না।’
4/5রাজীব আরও জানান, ‘আমি যখন চারুর সঙ্গে টকিং টার্মসে ছিলাম ওকে বলেছিলাম যে মেয়েকে এখনই ইউটিউবে এনো না। যদি তুমি সত্যি মেয়েকে ভালোবাসো, একটু ব্রেক নাও ইউটউব থেকে। ওর বড় হওয়ার দিকে আসো একটু নজর দেই। সারাক্ষণ ওর মুখের সামনে ক্যামেরা ধরে না থেকে এ থেকে বি, বি থেকে সি অবধি না ঘুরে চলো ওর উপরে ফোকাস করি। কিন্তু ও রাজি হয়নি। আমি দেখি না জিয়ানাকে খুব কম দেখাক ইউটিউবে, ওর ভিউজ কূরকম আসে।’
5/5২০১৯ সালে বাঙালি রীতিতে ধুমধাম করে বিয়ে করেছিলেন চারু এবং রাজীব। গত নভেম্বরে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। কিন্তু সমস্যা মেটেনি। এর আগেও ডিভোর্স ফাইল করেছিলেন। পরে সিদ্ধান্ত বদল করেন। মাসকয়েক আগে দুজনেই ঘটা করে জানিয়েছিলেন একে-অপরকে আরও কিছুটা সময় দিতে চান তাঁরা। কিন্তু সেই সিদ্ধান্ত অটুট থাকেনি মাসখানেকও। আপাতত চলছে একে-অপরের নামে কাদা ছোঁড়াছুড়ি।