ঠিক যেন রূপকথা! আদৃত-কৌশাম্বির রিসেপশনের অফিসিয়্য়াল ভিডিয়ো সামনে আসতেই এ কথাই বলছেন ভক্তরা। গত ৯ই মে সাত পাকে বাঁধা পড়েছেন আদৃত-কৌশাম্বি। বিয়েতে ছিল সাবেকিয়ানা, আর বৌভাতে একটু মর্ডান সাজ মিঁয়া-বিবির। আইভরি লহেঙ্গায় ঝলমলে কৌশাম্বি, সাদা বন্ধগলা স্যুটে তাঁর স্বপ্নের রাজকুমার। আরও পড়ুন-আদৃতের প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব, দিদিয়া-উচ্ছেবাবুর বিয়ের জশন-এ ‘মিসিং’ নায়িকা, না তিনি সৌমিতৃষা নন!
রিসেপশনের বেশকিছু টুকরো ঝলক প্রকাশ্যে আসার পর কটাক্ষের শিকার হয়েছিলেন নবদম্পতি। নিন্দকদের অনেকে বলেছিল, নতুন বউকে পাত্তাই দিচ্ছে না আদৃত। দুজনের মধ্যে কোনও কেমিস্ট্রি নেই এমন টিপ্পনিও ধেয়ে এসেছিল। এই বিয়ে টিকবে না এমন শাপ-শাপান্ত মিলেছে। কিন্তু নবদম্পতির সম্পর্কের আসল রসায়ন স্পষ্ট রিসেপশনের অদেখা ঝলকে। একইসঙ্গে এদিন বিয়ের মুহূর্তের কোলাজ সাজানো ভিডিয়ো ফেসবুক স্টোরিতে রি-পোস্ট করে যেন নিন্দকদের জবাব দিলেন কৌশাম্বি। সেখানে লেখা রয়েছে, ‘বিয়েটা যখন নিজের ভালোবাসার মানুষের সাথে হয়…’।
ভিডিয়ো জুড়ে সোহাগে-আদরে মাখামাখি আদৃত-কৌশাম্বি। কোথাউ নতুন বউয়ের কপালে চুমু আঁকলেন মিঠাই-এর উচ্ছেবাবু, কখনও আবার হাঁটু মুড়ে বসে কৌশাম্বির সামনে জাহির করলেন ভালোবাসা। যা দেখে এক নেটিজেনদের একটা প্রতিক্রিয়া, ‘কীভাবে বিয়েটাকে টিকিয়ে রাখতে হয় তা ওদের থেকেই শেখা উচিৎ।'
রিসেপশনের আরও একটি মিষ্টি ভিডিয়ো ভাইরাল। সেখানে দেখা গেল, বরকে কেক খাওয়ার পর ওই এঁটো হাত চেটে কেকমুখ করছেন কৌশাম্বি। কথায় বলে, ‘এঁটো খেলে প্রেম বাড়ে’? তাই কি এমন প্রয়াস আদৃত-প্রিয়ার? কারণ যাই হোক, এমন মিষ্টি মুহূর্ত দেখলে মন ভালো হয়ে যায়!
আদৃত-কৌশাম্বির বিয়েতে গোটা মিঠাই পরিবার হাজির থাকলেও দু-দিনই ছিলেন না সৌমিতৃষা। কানাঘুষো নায়িকার কাছে নাকি আমন্ত্রণপত্র পৌঁছায়নি। আসলে মিঠাইয়ের শুরুর দিনে আদৃত-সৌমিতৃষার অফস্ক্রিন রসায়ন নিয়েও কমচর্চা শোনা যায়নি। অনেকে দাবি করেন প্রচ্ছন্ন ভালোলাগাটা ছিল দু-তরফেই। কিন্তু মাঝখান থেকে কৌশাম্বির সঙ্গে সম্পর্কে জড়ান আদৃত। তাতেই নাকি আদৃত-সৌমিতৃষার বন্ধুত্বে ফাটল ধরে।
২০২২ সালের শুরু থেকেই আদৃত-কৌশাম্বির প্রেমচর্চা ডানা মেলেছিল। গত বছর ক্রিসমাসে আদৃতের সঙ্গে বাহুলগ্না ছবি পোস্ট করে নিজেদের সম্পর্ককে ইনস্টা অফিসিয়্যাল করে দিয়েছিলেন কৌশাম্বি। মাস কয়েকের মধ্যেই সেরে ফেললেন শুভকাজ। এই মুহূর্তে ফুলকি সিরিয়ালে অভিনয় করছেন কৌশাম্বি। অন্যদিকে আদৃত বড়পর্দায় কামব্যাকের অপেক্ষায়। অভিরূপ ঘোষের ছবিতে দেখা মিলবে তাঁর।