বাংলা নিউজ > বায়োস্কোপ > Virat-Vamika: কোহলি হাত নাড়তেই নেচে উঠল মেয়ে, সেঞ্চুরিয়ানে বিরাটের চিয়ারলিডার অনুষ্কা-ভামিকা

Virat-Vamika: কোহলি হাত নাড়তেই নেচে উঠল মেয়ে, সেঞ্চুরিয়ানে বিরাটের চিয়ারলিডার অনুষ্কা-ভামিকা

ভামিকাকে নিয়ে মাঠে অনুষ্কা

পরনে সাদা ফ্রক, মাথায় দুটো ঝোঁটন- সেঞ্চুরিয়ান স্টুডিয়ামে বিরাটের মনোবল হারাতে হাজির অনুষ্কা-ভামিকা। 

বিরাটের চিয়ারলিডার হিসাবে বুধবার সেঞ্চুরিয়ানের মাঠে হাজির হয়েছিলেন অনুষ্কা শর্মা ও ভামিকা কোহলি। গত কয়েক সপ্তাহ ধরে বিতর্ক ঘিরে রয়েছে বর্তমানে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যানকে। ক্যাপ্টেন্সি বিতর্কের পাশাপাশি বিরাটের ব্যক্তিগত ফর্ম খুব বেশি ভালো নয়। বুধবারও প্রোটিয়া শিবিরকে কড়া চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ হন কোহলি, মাত্র ১৮ রানেই আউট হন ভারত অধিনায়ক। মধ্যহ্নভোজের পর প্রথম বলেই প্যাভিলিয়ানে ফেরেন বিরাট। যদিও দক্ষিণ আফ্রিকার বিরদ্ধে বৃহস্পতিবারের ঐতিহাসিক জয়ের পর কম রানে আউট হওয়ার দুঃখটা কিছুটা হলেও কাটিয়ে ফেলেছেন বিরাট। 

বুধবার বিরাটের চিয়ার লিডার হিসাবে সেঞ্চুয়ারিয়ান স্টেডিয়ামে হাজির ছিল অনুষ্কা আর ভামিকা। মায়ের কোলে চুপটি করে বলে বাবার ব্যাটিং ফলো করছিল ১১ মাসের ভামিকা। সাদা রঙা ফ্রক পরে, ঝোটন বেঁধে ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিল ভামিকা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভামিকার ছবি, তবে সমস্ত ফ্যানক্লাবগুলোই ভামিকার মুখটা স্টিকার ইমোজি দিয়ে ঢেকে দিয়েছেন। 

অপর এক ভিডিয়োয় দেখা গেল মাঠ থেকে প্যাভিলিয়ানের উদ্দেশ্যে যাওয়ার সময় ভামিকাকে দেখে হাত নাড়েন বিরাট, বাবাকে দেখেই লাফিয়ে উঠে একরত্তিও। 

দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে গত ১৬ই ডিসেম্বর মুম্বই এয়ারপোর্টের এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল বাস থামামাত্রই তড়িঘড়ি নেমে আসেন বিরাট। সেখানে উপস্থিত ছবি শিকারিদের বিরাট স্পষ্ট জানান, ‘বেবি কা ফটো মত লেনা’ (মেয়ের ছবি তুলো না)। তাঁরাও পালটা আশ্বাস দেয়, ‘না, তুলব না’। এরপর দেখা যায়, বাস থেকে মেয়েকে কোলে নিয়ে নামছেন অনুষ্কা। 

ভামিকার জন্মের আগেই অনুষ্কা স্পষ্ট জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়া থেকে মেয়েকে দূরে রাখতে চান তাঁরা। বিরাটের সঙ্গে সম্মিলিতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চলতি বছর জানুয়ারিতেই মেয়ের মা হয়েছেন অনুষ্কা। মেয়েকে এক মুহূর্তও কাছছাড়া করতে রাজি নন বিরাট, তাই আবর আমিরশাহিতে আইপিএল হোক বা ইংল্যান্ড সফর কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ হামেশাই বিরাটের সঙ্গেই দেখা মিলেছে অনুষ্কা-ভামিকার। লন্ডনেই মেয়ের ছয় মাসের জন্মদিনও সেলিব্রেট করেছিলেন বিরুষ্কা। আগামী জানুয়ারিতেই এক বছর পূর্ণ করবে ভামিকা। তাঁর প্রথম জন্মদিনটা কেমনভাবে স্পেশ্যাল করতে তুলবেন বিরাট-অনুষ্কা, সেটাই এখন দেখবার। 

 

বন্ধ করুন