সোমবার প্রয়াত হয়েছেন তারকা-শেফ বিকাশ খান্নার বোন রাধিকা খান্না। সোশ্যাল মিডিয়ায় বোনকে স্মরণ করে, তাঁর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবির কোলাজ দিয়ে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই 'মাস্টারশেফ' শো খ্যাত শেফ। বিকাশের এই পোস্ট চোখে পোড়ামাটিরই তাঁকে সমবেদনা জানিয়েছেন শাবানা আজমি, নীনা গুপ্তা, কপিল শর্মার মতো বলিপাড়ার সব জনপ্রিয় ব্যক্তিত্বরা।
ইনস্টাগ্রামে রাধিকার সঙ্গে হাসিতে ফেটে পড়ার একটি মুহূর্তের ছবি পোস্ট করে ক্যাপশনে বিকাশ জানিয়েছেন, তাঁর 'সোলমেট' ছেড়ে চলে গিয়েছেন তাঁকে। জানালেন, তাঁর 'বেস্ট ফ্রেন্ড'-এর শেষ সময় পর্যন্ত তিনি ওঁর সামনেই ঠায় দাঁড়িয়ে ছিলেন। বাঁচার জন্য শেষপর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন রাধিকা। বোনের মৃত্যুর কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে রাধিকার শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছিল। ক্যাপশনের একেবারে নিজের প্রয়াত বোনের উদ্দেশে বিকাশ লিখেছেন, 'তোমাকে আজীবন ভালোবাসব রাধিকা, আজীবন। এবার একটু শান্তিতে ঘুমো।'
বিকাশের এই পোস্ট দেখে চোখ ভিজেছে নেটপাড়ার। নেটপাড়ার অসংখ্য বাসিন্দাদের পাশাপাশি সমবেদনা, সান্ত্বনা জানিয়েছেন একাধিক বলি-ব্যক্তিত্বরা। নীনা গুপ্তা লিখছেন, 'হে ঈশ্বর, বিশ্বাসই করতে পারছি না এই খবর।' শাবানা আজমিও লিখেছেন, 'শুনে প্রচন্ড খারাপ লাগছে। তোমার জন্য আমার আন্তরিক সমবেদনা রইল, বিকাশ।' বাদ যাননি কপিলও, 'কাছের মানুষকে হারার যন্ত্রনা অন্য কোনও দুঃখের সঙ্গেই তুলনীয় নয়। তবে তাঁর স্মৃতি থাকে যাবে আজীবন এবং তিনি তোমাকে সবসময়ই রক্ষা করবেন। শক্ত থেকো। ওম শান্তি।'