বাংলা নিউজ > বায়োস্কোপ > Chengiz Box Office Collection: ভাইজানের মতোই ফিকে জিৎ ম্যাজিক! প্রথম দিন ‘চেঙ্গিজ’-এর কালেকশন আশা জাগালো না

Chengiz Box Office Collection: ভাইজানের মতোই ফিকে জিৎ ম্যাজিক! প্রথম দিন ‘চেঙ্গিজ’-এর কালেকশন আশা জাগালো না

জিতের ম্য়াজিক ফিকে

Chengiz Box Office Collection Day 1: প্রত্য়াশা পূরণে পুরোপুরি সফল হলেন না জিৎ, হিন্দি বলয়ে ছবির আয় মাত্র ১০ লক্ষ, বাংলাতেও খুব বেশি দর্শক টানতে পারলেন না টলিপাড়ার ‘বস’। 

ইদের বক্স অফিস ধরতে মরিয়া ছিলেন জিৎ। সলমন খানের সঙ্গে টক্কর সহজ হবে না তা ভালোভাবেই জানা ছিল টলিপাড়ার ‘বস’-এর। নিজের মুখেই অভিনেতা বলেছেন, কিসি কা ভাই কিসি কি জানের সঙ্গে চেঙ্গিজের তুলনা টানাটা অনেকটা আর্জেন্টিনা বনাম সৌদি আবরের ম্যাচের মতো। তবে নিজের উপর ভরসা রেখেছিলেন জিৎ। 

শুধু বাংলায় নয়, সারা দেশে মুক্তি পেয়েছে ‘চেঙ্গিজ’। ছবির প্যান ইন্ডিয়া রিলিজ ঘিরে ছিল বাড়তি উন্মাদনা। তবে দিনের শেষে প্রযোজকদের ভাঁড়াতে কত টাকা এল, সেই হিসাবটাই আসল। বাংলা ছবির হিন্দি ডাবড ভার্সন আগেও মুক্তি পেয়েছে, তবে এই প্রথম একই দিনে তেমনটা ঘটল। শুধু তাই নয়, যে মাত্রায় সর্বভারতীয় স্তরে চেঙ্গিজের প্রচার সেরেছেন জিৎ-সুস্মিতারা, তাতে এই ছবি ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। কিন্তু টিকিট কাউন্টারে সেই উন্মাদনা ততটা চোখে পড়ল না, অন্তত ছবির প্রথম দিনের কালেকশন সেই ইঙ্গিত দিচ্ছে। 

প্রযোজনা সংস্থার তরফে ছবির কালেকশন নিয়ে একটা শব্দও এখনও খরচ করা হয়নি। তবে সূত্র মারফত খবর, প্রথম দিন ‘চেঙ্গিজ’ ছবির আয় মাত্র ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা। হিন্দি বলয়ে ১০ লক্ষ টাকার ব্যবসা করেছে এই ছবি, বাকি ২৫-৩০ লক্ষ টাকা এসেছে বাংলা থেকে। টাকার অঙ্কটা খুব খারাপ না হলেও মোটেই আশানুরূপ নয়। 

নাম অনিচ্ছুক এক পরিবেশকের কথায়, 'জিতের এই ছবি থেকে যতটা আশা করা হয়েছিল, তেমন আগ্রহ চোখে পড়ছে না দর্শকদের মধ্যে। এই হারে চললে মুশকিল!' কিসি কা ভাই কিসি কি জানের সঙ্গে ছবি মুক্তি পেলেও জিতের আসল লড়াইটা কিন্তু অন্য জায়গায় দাবি টলিপাড়ার একটা বড় অংশের। গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়া দেবের ‘প্রজাপতি’ নয়া রেকর্ড গড়েছে। ১০ কোটির বেশি টাকা আয় করা সেই ফ্যামিলি এন্টারটেনারের ধারেকাছেও ঘেঁষতে পারবে না ‘চেঙ্গিজ’, প্রথম দিনের ব্যবসা সেই ইঙ্গিত দিচ্ছে। বাজেটের নিরিখেও অ্যাডভানটেজ ‘প্রজাপতি’র। কারণ এই ছবি তৈরির খরচ ‘চেঙ্গিজ’-এর তুলনায় কম। 

প্রথম সপ্তাহে ‘প্রজাপতি’র আয় ছিল ২.১৭ কোটি টাকা। প্রাথমিকভাবে সেই টার্গেট পূরণ করতে হলে ইদের দিন বড় লাফ মারতে হবে ‘চেঙ্গিজ’কে। এই গতিতে চললে ১ কোটির গণ্ডি পার করতেই তিন দিন সময় লেগে যাবে জিতের। 

প্রসঙ্গত, সলমনের কিসি কা ভাই কিসি কি জান শুক্রবার দেশজুড়ে ১৪ কোটি টাকার ব্যবসা করেছে। টাকার অঙ্ক মন্দ না হলেও সলমন খানের ছবির নিরিখে খুবই কম। করোনা পূর্ববর্তী সময়ে সলমনের একাধিক ইদ রিলিজ প্রথম দিন এর দ্বিগুণ ব্যবসা করতে সফল হয়েছে। তাই জিতের মতোই প্রথম দিন অন্তত ভাইজানের ম্যাজিকও ফিকে। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

পুতিনের সঙ্গে গোপনে কথা ট্রাম্পের, পাঠিয়েছেন উপহার, বিস্ফোরক দাবি সাংবাদিকের ‘ওঁরা বলছে পোস্টটা রিমুভ করে দিন…’! ফুচকাওয়ালা হেনস্থা, সিংহী পার্ক থেকে আসল ফোন 'পশ্চিমবঙ্গে বাংলাদেশের রোগ!', পুজোয় মাইক বাজালে মূর্তি ভাঙচুরের হুমকি ফালাকাটায় পাকিস্তানের বিরুদ্ধে জয়, WTC 2023-25 Points Table-এ কত স্থানে উঠে এল ইংল্যান্ড? তেরঙায় মুড়ে দেওয়া হল রতন টাটার মরদেহের কফিন, শেষশ্রদ্ধা জানালেন সচিন-রোহিতরা জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে রতন টাটার এই ১০ উক্তি লাল টুকটুকে শাড়ি পরে ' দেবী', কুমারী পুজো বেলুড় মঠে মোদীর উপহার দেওয়া দেবীর মুকুট চুরি, বাংলাদেশের ইউনুস সরকারকে কড়া বার্তা ভারতের ফ্লোরিডায় ভয়ঙ্কর হারিকেন মিল্টনে মৃত্যু বেড়ে ১৬, বিদ্যুৎহীন ৩০ লক্ষ পরিবার ঋণের কিস্তি শোধ নিয়ে বিবাদ, সপ্তমীর সন্ধেয় মায়ের মাথায় কোদালের কোপ বসাল ছেলে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.