তামিল সিনেমায় দাপিয়ে কাজ করেছেন তিনি। কাজ করেছেন ৪০০ এর বেশি ছবিতে। এদিন ৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন চেন্নাই এক্সপ্রেস খ্যাত অভিনেতা দিল্লি গণেশ।
আরও পড়ুন: পুরুষাঙ্গে কিলবিল করছে সাপ! জুনিয়র ডাক্তারদের আয়োজিত গ্যালারির আঁকা দেখে ছিছি নেটপাড়ায়
প্রয়াত দিল্লি গণেশ
বিগত বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন দিল্লি গণেশ। রবিবার, ১০ নভেম্বর সকালে না ফেরার দেশে পাড়ি দেন জনপ্রিয় তামিল অভিনেতা। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত আর মাধবন, বিজয় সেতুপতি, প্রমুখ।
আরও পড়ুন: রূপমের সঙ্গে 'আবেগের মহোৎসবে' ভাসল গোটা নিক্কো পার্ক! চলল হেডব্যাং, রকস্টারের সঙ্গে গলা মেলানো
রোহিত শেট্টি পরিচালিত, শাহরুখ খান অভিনীত চেন্নাই এক্সপ্রেস ছবিতে কাজ করেছিলেন তিনি। কিন্তু তাঁকে মূলত তামিল ছবিতেই দেখা যেত। তামিল নাড়ুর তিরুনেভেলিতে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন দিল্লি গণেশ। তিনি দিল্লি গণেশ নামে পরিচিত হলেও তাঁর আসল নাম বা জন্মসূত্রে পাওয়া নাম গণেশন। তাঁকে এই দিল্লি গণেশ নামটি দেন দক্ষিণী পরিচালক কে বালাচন্দর।
১৯৭০ এর দিকে বিনোদন জগতে পা রাখেন। সময়ের সঙ্গে সঙ্গে তামিল ইন্ডাস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন তিনি। তামিল ছবিতে তো কাজ করেছেনই। কাজ করেছেন মালায়লাম, হিন্দি, তেলুগু ছবিতেও। বাদ দেননি ছোট পর্দায় কাজ করতেও। কেবল চেন্নাই এক্সপ্রেস নয়, আজব প্রেম কী গজব কাহানি, দাস সহ একাধিক বলিউড ছবিতেও।
আর মাধবন এদিন দিল্লি গণেশের মৃত্যুর খবর এক্স হ্যান্ডেলে শেয়ার করে শোক প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, 'একজন দুর্দান্ত অভিনেতা এবং ভীষণ ভালো মনের মানুষ স্বর্গে পাড়ি দিলেন সেখানে বিনোদন দেওয়ার জন্য। আপনাকে খুব মিস করব স্যার। আপনার আত্মার শান্তি কামনা করি।'
বিজয় সেতুপতিও এদিন শোকপ্রকাশ করেছেন। তিনি তাঁর পোস্টে লেখেন, 'দিল্লি গণেশ স্যারের মৃত্যুর খবর পেয়ে গভীর ভাবে শোকাহত। তামিল সিনেমার অন্যতম ভার্সেটাইল অভিনেতা। আপনার শূন্যস্থান আর ভরবে না কোনও দিন। ওঁর পরিবারকে সমবেদনা জানাই।'