সদ্যই ভ্যালেন্টাইন্স ডের দিন মুক্তি পেয়েছে ছাবা। প্রথম দিন থেকেই দর্শকদের নজর কেড়েছে ছবিটি। যদিও কিছু ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে, তবুও বক্স অফিসে ভালোই দাপট দেখাচ্ছে। মাত্র ৩ দিনেই ১০০ কোটির গণ্ডি টপকে গেল ভিকি কৌশল অভিনীত এই ছবিটি।
বক্স অফিসে কত আয় করল ছাবা?
প্রথম রবিবার শনিবারের তুলনায় এক লাফে অনেকটাই বেড়েছিল ছবির আয়। ১৬ ফেব্রুয়ারি বক্স অফিসে ভিকি কৌশল অভিনীত ছাবা ছবিটি ৪৮ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১১৬ কোটি ৫০ লাখ টাকায়। এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।
১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ যেদিন এই ছবিটি মুক্তি পায় সেদিন এটি বক্স অফিসে ৩১ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার সেই আয়ের পরিমাণ আরও কিছুটা বেড়ে হয় ৩৭ কোটি টাকা।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো প্রথম দুই দিনে বিশ্বজুড়ে ছবিটি প্রায় ২ মিলিয়ন ডলার বা ভারতীয় টাকায় ১৮ থেকে ১৯ কোটি টাকার ব্যবসা করেছে। ফলে বক্স অফিসে যে ছাবা বেশ দাপট দেখাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। অন্যদিকে এও জানিয়ে রাখা ভালো মহারাষ্ট্রের সবথেকে বেশি এবং ভালো ব্যবসা করছে এই ছবিটি। মারাঠা নায়ক ছত্রপতি শিবাজীর ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজের বায়োপিককে সেখানে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। এমনকি দর্শকদের চাহিদা মেনে মধ্যরাতের শো শুরু করা হয়েছে।
ছাবা সম্পর্কে
ছাবা ছবিটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর । দীনেশ বিজন প্রযোজনা করেছেন ছবিটির। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ধরা দেবেন ভিকি কৌশল। তাঁর স্ত্রীর চরিত্রে থাকবেন রশ্মিকা মন্দানা। ঔরঙ্গজেবের চরিত্রে দেখা মিলবে অক্ষয় খান্নার।
আরও পড়ুন: কে প্রথম কাছে এসেছির পর ফের ছোট পর্দায় ফিরছেন মোহনা! নায়ককে কে?
ছাবা রিভিউ
হিন্দুস্তান টাইমস বাংলা অনুসারে ছাবা-র রিভিউ, ‘ছাবা ছবির প্রথম ভাগ বেশ দুর্বল। স্লো। গল্পের বুননও তেমন জমাট নয়। তবে শেষ ভাগে কিন্তু গোটা ছবিটাই বদলে গেল। টানটান গল্প, অ্যাকশনের মধ্যে দিয়ে এগিয়ে চলে ছবির দ্বিতীয় ভাগ। তবে চিত্রনাট্য দুর্বল হলেও নজর কাড়ল গোটা ছবির প্রতিটি অ্যাকশন দৃশ্য। ডিটেলে প্রতিটি অ্যাকশন দৃশ্য দেখানো হয়েছে। কোথাও কোথাও রিপিটেশন মনে হলেও, জলের মধ্যে দিয়ে আচমকা উঠে লড়াই বা গাছ থেকে ঝুলে ঝুলে লড়াই করার দৃশ্য নজর কাড়তে বাধ্য। তালিকায় থাকবে সম্ভাজি মহারাজের জীবনের শেষ লড়াইয়ের সিকোয়েন্সটিও।’